নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে আরতি ভোরিয়া কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।
‘সোনটেক রাগনী’ নামের ইউটিউব চ্যানেল থেকে আরতির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৯ দিন আগে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভিডিওটি এই মুহূর্তে ৪০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে তাকে একটি জনপ্রিয় হরিয়ানভি গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, ‘স্যুট তেরা পাতলা দিখে বাদান’এর তালেই সাহসী নৃত্যশৈলীতেই স্টেজ কাঁপিয়েছেন তিনি।
ভিডিওতে আরতি ভোরিয়াকে পিঁয়াজি রঙের সালোয়ারেই দেখা গিয়েছিল। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের সামনে নেচেছিলেন তিনি। আরতির নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও, তা ভিডিওতে তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি ৯ দিন আগের এই ভিডিওটি পুনরায় ভাইরাল হতেই নেটমাধ্যমে পাতায় চর্চিত আরতি ভোরিয়া।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside