Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিকিনি পরে যোগাসন, জনপ্রিয় অভিনেত্রী ছবি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated :  Thursday, January 7, 2021 2:55 PM

অভিনেত্রী আশকা গোরাডিয়া (Aashka Goradia) বহুদিন ধরেই লাইমলাইট থেকে দূরে রয়েছেন। কিন্তু ইন্সটাগ্রামে আশকা যথেষ্ট সক্রিয়। তিনি নিজের নিত্যনতুন ছবি ও ভিডিও শেয়ার করেন ইন্সটাগ্রামে। সম্প্রতি তিনি শেয়ার করলেন তাঁর যোগাসনের কিছু  ছবি। এর মধ্যে রয়েছে ‘কাপল যোগা’-র ছবিও। গোয়ার  সি-বিচে সুইমিং কস্টিউম ও সানগ্লাস পরা আশকার ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আশকার সৌন্দর্য নেটিজেনদের নজর কেড়েছে। অভিনয় থেকে দূরে থাকলেও আশকা নিজেকে যথেষ্ট ফিট রেখেছেন। তিনি গোয়াতে প্রায়ই যান যোগা সেশনের জন্য। কঠিন যোগাসনও আশকা করেন  অবলীলায়। আশকার যোগাসনের ভিডিও ফলো করে থাকেন তাঁর অনুরাগীরা।

বিকিনি পরে যোগাসন, জনপ্রিয় অভিনেত্রী ছবি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কুসুম’-এ ‘কুসুম’-এর মেয়ে ‘কুমুদ’-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন আশকা। এরপর ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’, ‘মহারাণা প্রতাপ’, ‘লাগি তুঝসে লগন’, ‘নাগিন’ প্রভৃতি সিরিয়ালে খল চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান আশকা। 2011 সালে ‘ফিয়ার ফ্যাক্টর- খতরোঁ কে খিলাড়ি’-তে অংশগ্রহণ করেছিলেন আশকা। 

বিকিনি পরে যোগাসন, জনপ্রিয় অভিনেত্রী ছবি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

2012 সালে ‘বিগ বস- 6’-এ বিগ বসের ঘরে আশকা নজর কেড়েছিলেন প্রতিযোগী হিসাবে। অভিনয়ের পাশাপাশি আশকা খুব ভালো রান্নাও করতে পারেন। 2019 সালে ‘কিচেন চ্যাম্পিয়ন-5’-এ অংশগ্রহণকরে প্রশংসিত হয়েছিলেন আশকা। এছাড়া আশকা একটি আইসক্রিম পার্লার চেইন-এর মালকিন। আইসক্রিম পার্লারটির একটি শাখা মুম্বইতে এবং অপর একটি শাখা আহমেদাবাদে রয়েছে। 2017 সালে আমেরিকান শিল্পপতি ব্রেন্ট গোবলে (Brent Goble)-কে বিয়ে করেন আশকা।