Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ববি দেওলের সাথে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে এষা গুপ্তা, ‘আশ্রম ৩’ শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

Updated :  Saturday, June 4, 2022 9:32 AM

বর্তমান যুগে সিনেমা সিরিয়ালের পাশাপাশি পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন ওয়েব সিরিজের। এই ওয়েব সিরিজের কথা বললে জনপ্রিয়তার নিরিখে তালিকার শীর্ষে থাকে ববি দেওলের অ্যাডাল্ট ওয়েব সিরিজ আশ্রম। ইতিমধ্যেই ভারতীয় দর্শকদের মন জয় করে নিয়েছিল প্রথম দুটি সিজেন। ওয়েব সিরিজে রহস্যে মোড়া কাহিনী এবং সেইসাথে লাস্যময়ী তার পারফেক্ট কম্বিনেশন সকলের বেশ ভালো লেগেছিল। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার নির্মাতারা দর্শকদের জন্য এনেছেন আশ্রম ৩। এই ওয়েব সিরিজে ববি দেওলের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী এষা গুপ্তা।

প্রত্যাশামতোই আশ্রম ৩ ওয়েব সিরিজেও রয়েছে একাধিক বেড সিন। যৌনতাভরা দৃশ্যগুলিতে রীতিমতো নিজেকে সঁপে দিয়েছেন অভিনেত্রী এষা গুপ্তা। ববি দেওলের সঙ্গে ধারাবাহিকে এষা গুপ্তাকে নিয়েও বেশ আলোচনা চলছে। বিশেষ করে দুজনের মধ্যে যে ধরনের ঘনিষ্ঠতা দেখানো হয়েছে তা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। একইসঙ্গে এশা গুপ্তা এই দৃশ্যগুলো শুট করার সময় কেমন অভিজ্ঞতা হয়েছিল, তা তিনি অতিসম্প্রতি শেয়ার করেছেন এক সাক্ষাৎকারে।

এষা গুপ্তা সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি ববি দেওলের সাথে এই দৃশ্যগুলি শুট করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। অভিনেত্রীর মতে তিনি ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়েছেন, তাই এখন শুটিংয়ে আরামদায়ক বা অস্বস্তি তার কাছে কোন ব্যাপার না। ঘনিষ্ঠতা সমস্যা নয়, কিন্তু প্রতিটি দৃশ্য ছিল কঠিন। এছাড়াও, এশা গুপ্তা বলেছিলেন যে প্রথমবার যখন তিনি এটির শুটিং করেছিলেন তখন ঘনিষ্ঠ হওয়া তার পক্ষে বেশ কঠিন ছিল। তবে সামনে অভিজ্ঞ অভিনেতা, ভাল মানুষ ববি দেওল থাকায় কাজটি অত্যন্ত সহজ হয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ অর্থাৎ ৩ জুন এমএক্স প্লেয়ারে রিলিজ করেছে আশ্রম ৩ ওয়েব সিরিজ। এবার ওয়েব সিরিজে বাবা আর কি কি করবেন সেটা জানতে আপনাকে অবশ্যই ওয়েব সিরিজটি দেখতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি এই সিরিজের শেষ অংশে পরবর্তী আশ্রম ৪ রিলিজ করার আভাস দেওয়া হয়েছে। টিজার দেখে এটা স্পষ্ট যে আশ্রম ৪-এ, বাবা নিরালা জেলের কারাগারে থাকবেন, আর পাম্মি আবার বাবার আশ্রমে পৌঁছাবেন।