Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাহসীকতার প্রতিটি সীমা অতিক্রম করেছেন বাবা নিরালা, ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগীরা

Updated :  Tuesday, May 24, 2022 9:24 AM

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’। সম্প্রতি সেই ওয়েব সিরিজেরই দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগী মহলে। এই দ্বিতীয় ট্রেলার দেখেই স্পষ্ট হয়েছে ‘আশ্রম ৩’এর এই সিজন জোরদার চমক নিয়ে হাজির হতে চলেছে। এই সিজনের মূল আকর্ষণ এশা গুপ্তা। পাশাপাশি বাবা নিরালাও যে বেশ শক্তিশালী চরিত্র হিসেবে ফিরতে চলেছেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

‘আশ্রম ৩’ দীর্ঘ প্রতীক্ষিত একটি ওয়েব সিরিজ। আশ্রমের মধ্যেকার কূটনীতি আরও জোরালোভাবে ধরা দেবে এই সিজনে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ট্রেলারটি দেখলে তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাবা নিরালার চরিত্রে বাকি দুটো সিজনের মতোই দেখা মিলবে ববি দেওলের। এই চরিত্রে অভিনয় করে আলাদাভাবে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয় হয়েছেন অভিনেতাও। তিনিও যে এই সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই সিজনে বেশ সাহসী দৃশ্যেই দেখা মিলবে এশা গুপ্তার।

এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন এষা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এষা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত।

উল্লেখ্য খুব শীঘ্রই আসন্ন ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এ দেখা মিলবে তার। এই সিজনে এশা গুপ্তার উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরো কিছুটা। অভিনেত্রীকেও এই ওয়েব সিরিজে একটু অন্যধরনের চরিত্রে দেখা যাবে বলেই আশা করছেন অনুরাগীরা। আপাতত ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকদের মাঝে। তারা কমেন্টবক্সে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা তাদের মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। আপাতত বাবা নিরালার অপেক্ষায় তার ভক্তরা। জানা গেছে, আগামী ৩’রা জুন মুক্তি পেতে চলেছে ‘আশ্রম ৩’। এমএক্স প্লেয়ারেই দেখা যাবে এই ওয়েব সিরিজ। আপাতত, বাবা নিরালার অপেক্ষায় ভক্তরা।