হুবহু লতা মঙ্গেশকরের মতন গান গেয়ে তাক লাগালেন এই কন্যা, ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - 'আভি না যাও ছোড় কার কে দিল আভি ভারা নেহি'- লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফির এই গানটি একটা সময় মানুষের মন জয় করে নিয়েছিল। একটা সময় বললে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ‘আভি না যাও ছোড় কার কে দিল আভি ভারা নেহি’- লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফির এই গানটি একটা সময় মানুষের মন জয় করে নিয়েছিল। একটা সময় বললে ভুল হয় এখনও গানটির কদর এতটুকুও কমেনি। সেই গানটিকেই নিজের মতন করে অসাধারণ করে গেয়েছেন এক কন্যা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের আনাচে-কানাচে ঘটতে থাকা নানান রকম ঘটনা খুব সহজেই মানুষের কাছে চলে আসে। নিজের প্রতিভাকে বিকাশ করার জন্য সোশ্যাল মিডিয়ার মতন ভালো প্ল্যাটফর্ম আর হয় না।

এই কন্যার নাম পৌষালী সাহু। গানটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে। একেবারে খালি গলায় সুন্দর করে নিজের মতন করে সে গানটি পরিবেশন করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সত্যিই কারো মধ্যে প্রতিভা থাকে তাহলে এক মুহূর্তের মধ্যে মানুষের মনের মনিকোঠায় পৌঁছে যাওয়া সত্যিই কোন ব্যাপার নয়।