শনিবার নিঃশব্দে দেশে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার কথা তাঁর। ঠিক তার আগেই মায়ের কাছ থেকে সাবধান বাণী পেলেন তিনি। অতীতে নোটবন্দি থেকে শুরু করে বিজেপির একাধিক নীতির সমালোচনা করেছেন তিনি। নোবেল জয়ের পরও এমআইটি-তে ভাষণ দিতে গিয়ে তিনি ভারতের অর্থনীতি নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন।
যা নিয়ে বিজেপি নেতাদের আক্রমণের মুখেও পড়তে হয় তাঁকে। কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়াল থেকে সাধারণ সম্পাদক রাহুল সিনহা অভিজিৎ বাবুর ব্যক্তিগত কুৎসা ছড়াতেও দ্বিধাবোধ করেনি। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অভিজিতের বৈঠক ঘিরে কিছুটা চিন্তার স্বরই শোনা গেল নোবেলজয়ীর মা নির্মলা বন্দোপাধ্যায়ের কন্ঠে। তাই, নির্মলাদেবী তাঁর ছেলেকে সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে মেপে কথা বলার পরামর্শ দিয়েছেন।
এদিনই কলকাতায় আসার কথা অভিজিতের। সেই নিয়েই ব্যস্ত তাঁর মা। মাত্র একদিনের জন্য কলকাতায় আসছেন নোবেলজয়ী। হাজারো ব্যস্ততার ভিড়ে খুব সময় পাবে বাড়িতে আসার। তাই, ছেলের জন্য কী কী পদ রান্না করবেন তা এখনই ঠিক করে রাখতে চান নির্মলাদেবী। একই সাথে, বৌমা এস্থারের জন্য নিজের হাতে শাড়ি বেছে আমেরিকা পাঠাতে চান তিনি।