Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ি ফিরবেন অভিজিৎ, মা রাঁধলেন পছন্দের পদ! জেনে নিন ডিসে কি কি মেনু থাকবে

Updated :  Monday, October 21, 2019 8:06 PM

নোবেল জয়ের পর এই প্রথম বাড়ি এলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। এই সময়ের জন্যই অপেক্ষা করেছিলেন তাঁর মা নির্মলা দেবী। ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তিনি। তবে কথা বলার সুযোগ কোথায়? ব্যস্ত হয়ে পড়লেন নোবেলজয়ী ছেলের পছন্দের রান্না করতে। ছেলে যতই আমেরিকার বাসিন্দা হোক না কেন, আদতে তো সে একজন বাঙালি।

তাই রান্নার মেনুতে বাঙালি খাবর ঘনঘটা থাকবে সেটাই স্বাভাবিক। বাঙালির পছন্দের ডিশ পায়েস যেমন থাকবে, তেমনই থাকবে খাসির মাংসও। তবে এতেই কি শেষ হবে ভূরিভোজ! এতদিন পর বাড়ি বাঙালি মাছ খাবে না তাও কি হয়? কথায় বলে ‘মাছে ভাতে বাঙালি’ তাই অভিজিতের পাতে পোনা মাছের ঝোল তুলে দিলেন মা। এরই সাথে মিষ্টি সহযোগে পরিপূর্ণ হল নোবেলজয়ী বাঙালির ভূরিভোজ। খুশিতে মায়ের মন।