Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রাবন্তী-পুত্রকে ছেড়ে নতুন ‘প্রিয় মানুষ’, প্রাক্তন শাশুড়িকে টেক্কা দিচ্ছেন দামিনী

Updated :  Friday, October 14, 2022 9:27 AM

টলিউডের অন্যতম জনপ্রিয় চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। মিডিয়ার সামনে তার জীবন খোলা খাতার মতো। তার ব্যক্তিগত জীবনের শুরু থেকে শেষ সবটাই জানেন সকলে। তার একাধিক বিয়ে, বিবাহ বিচ্ছেদ, নতুন সম্পর্কে জড়ানো সবটাই জানা সকলের। তবে শুধুমাত্র অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নয় তার একমাত্র ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্যু চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই মিডিয়া থেকে সাধারণের। তবে আপাতত নিজের প্রেমিকা দামিনী ঘোষের সূত্র ধরেই চর্চার আলোয় শ্রাবন্তী পুত্র।

তিনবছর একে অপরের সাথে সম্পর্কে থাকার পরেই নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা। তবে সে কথা প্রকাশে আসার পর থেকেই সেই নিয়ে কৌতুহলী হয়ে ওঠে মিডিয়াও। মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অভিমন্যু ও দামিনীকে নিয়ে চর্চা কম হয় না। উল্লেখ্য, দামিনীকে সাথে নিয়েই চলতি বছরে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছে অভিমন্যু। তবে তিনি ক্যামেরার সামনের নয় পিছনের জগত নিয়ে বেশি আগ্রহী। এই মুহূর্তে দামিনী ঘোষের শেয়ার করা একটি ছবির সূত্র ধরেই চর্চা তুঙ্গে।

সম্প্রতি দামিনী নিজের ইনস্টাগ্রামের পাতায় অন্য এক কাছের মানুষের সাথে ছবি শেয়ার করে নিয়েছেন। তিনি অবশ্য নেট মহলের কাছে খুব একটা অপরিচিত নন। টলিপাড়ার অন্যতম সুন্দরী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ভাইপো তিনি। অনীশ গাঙ্গুলীর জন্মদিনে গণেশ পূজোতে তার সাথে তোলা পুরনো একটি ছবি শেয়ার করেই চর্চিত অনীশ, দামিনী ও অভিমন্যু। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ছবিতে দামিনীর মাথায় মাথা ঠেকিয়ে, তার হাত ধরে বসে থাকতে দেখা গিয়েছে অনীশকে। ছবিটি যে গণেশ পুজোর দিনেই তোলা হয়েছে, তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ নেই।

আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় অনীশের সাথে দামিনীর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন তুঙ্গে। অনেকের মতে, শ্রাবন্তী পুত্রকে ছেড়ে এবার অনীশের সাথেই নতুন শুরু করছেন তিনি। আবার কেউ কেউ কটাক্ষেকে সুরে বলেছেন, দামিনী তার প্রাক্তন শাশুড়ি অর্থাৎ শ্রাবন্তীকেও টেক্কা দিচ্ছেন। এই মুহূর্তে সমস্ত বিষয়টা পুরোপুরি পরিষ্কার নয় সকলের কাছে। তবে এই প্রসঙ্গে এখনো অনীশ, শ্রাবন্তী, দামিনী কিংবা অভিমন্যু কাউকেই কোন মন্তব্য করতে দেখা যায়নি।