২০২৪ সালে সম্পন্ন হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। সাত দফায় দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ অর্থাৎ ৪ ই জুন। কার মাথায় শেষপর্যন্ত উঠবে বিজয়ীর মুকুট? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তবে বাংলায় প্রত্যাশার থেকে ভালো ফল করছে তৃণমূল। জায়গায় জায়গায় তৃণমূল প্রতিনিধি এগিয়ে রয়েছেন। আর তার মধ্যেই অন্যন্য রেকর্ড গড়লেন অভিষেক বন্দোপাধ্যায়।
দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে সর্বকালীন রেকর্ড গড়লেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সিআই পাতিলকে হারিয়ে স্বাধীনতার পর থেকে দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানের রেকর্ড গড়লেন তিনি। এখনো পর্যন্ত ৭ লক্ষের বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিষেক। এটি গোটা দেশে আজ পর্যন্ত সমস্ত নির্বাচনে সমস্ত কেন্দ্রে জয়ের ব্যবধানে সর্বোচ্চ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাতের নবসারি লোকসভা কেন্দ্র থেকে ৬ লক্ষ ৮৯ হাজার ৬৮৮ ভোটে জিতেছিলেন বিজেপি নেতা সিআই পাতিল। সেই ব্যবধানকেও ছাপিয়ে ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন অভিষেক। বিকেল ৪টে নাগাদ ৭ লক্ষের বেশি ব্যবধানে এগিয়ে যান তিনি। ভোটগণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কারচুপি ও হুমকির অভিযোগ তুলে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন বাম ও বিজেপি এজেন্টরা।