গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার মাঝেই মাল এবং নাগরাকাটা বিধানসভার সাথে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শাসক শিবিরের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা। নাগরাকাটা ইউরোপিয়ান ক্লাব ময়দানে সভার মঞ্চে নিজের মন্তব্য ইতিমধ্যে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার তথা আজ এই সভা শুরু করার আগে তৃণমূল জেলার নেতারা এসেছিলেন মাঠ পরিদর্শন করতে। প্রশাসনিক কর্তারাও খতিয়ে দেখে গেছেন অভিষেকের ইউরোপিয়ান ক্লাব ময়দান। সেই ক্লাব থেকে তিনি বলেন,”বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে হবে। এক দিকে বলছে আত্মনির্ভর ভারত আর অন্য দিকে রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখছে।” এর পরেই তাকে দেখা গিয়েছে বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ করতে। এইদিন সাংসদ তার সভায় আরও বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন। দিলীপ ঘোষের বাড়ির লোকও নিয়ে গিয়েছে সেই কার্ড।”
এইদিন এখানেই থামেননি ডায়মন্ড হারবারের সাংসদ। তার বক্তব্য,”তেলের দাম বেড়েই চলেছে। উন্নয়নের নামে কেবল দেশকে লুটে চলেছে বিজেপি।” তীব্র কটাক্ষের সাথে অভিষেক বলেন,”বাংলা থেকে ৫ লক্ষ ২৫হাজার টাকা নিয়ে গিয়েছে। সেই টাকা দিয়েই কেনা হয়েছে এমএলএ দের।” কটাক্ষ করার পরও থামতে দেখা যায়নি তৃণমূলের যুব সভাপতিকে। গেরুয়া শিবিরকে তীব্র আক্রমনের সাথে তিনি বলেন,”মহিলাদের যারা অপমান করে, তাদের বাংলা চায়না। নাগরাকাটায় এসে গর্জন শুনে যাও বিজেপি। আমাকে ধমকে কোনও লাভ নেই।”
“দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন মুখ্যমন্ত্রী।” এমনটাও এইদিন শোনা গিয়েছে শাসক শিবিরের সাংসদের মুখে। এইদিন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,”আপনারা কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?”