বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতে অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’। সম্প্রতি তাঁর সমন্ধে এমন এক কথা সামনে এসেছে যা শুনে হতবাক গোটা নেটদুনিয়া।
আপনাদের জানিয়ে রাখি, অমিতাভ বচ্চন নিজের ক্যারিয়ারে একাধিক হিট বলি ফ্লিম করে আপামর দেশবাসীর মন জয় করে নিয়েছেন। তিনি বর্তমানে বেশ বিলাসবহুল জীবনযাপন করেন। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান, যার একটির নাম শ্বেতা বচ্চন এবং অন্যটির নাম অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চনের দুই সন্তানেরই বিয়ে হয়েছে এবং তাদের দুজনের সন্তানও রয়েছে। অভিষেক বচ্চনকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেই। অভিষেক বচ্চন জনপ্রিয় বলি অভিনেত্রী ঐশ্বর্যর সাথে বিয়ে করেছিলেন।
মাঝে মাঝেই ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই পাওয়ার কাপেল। বলা যেতে পারে বলি দুনিয়ার এক অন্যতম সুপারহিট কাপেল এই জুটি। তবে সম্প্রতি এমন এক কথা সামনে এসেছে যা শুনলে আপনি হতবাক হয়ে যেতে পারেন। মিডিয়ার সামনে ঐশ্বরিয়া রাই বচ্চন নিজেদের বেডরুমের সিক্রেট কথা ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন যে সারারাত অভিষেক বচ্চন তাকে বিরক্ত করেন এবং সেই জন্য তিনি ঘুমোতে পারেন না। তারকা জুটির এমন ব্যক্তিগত কথা সামনে আসতেই তা নিয়ে ব্যাপক চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে।

মোটামুটি সকলেই অবাক হয়েছেন ঐশ্বরিয়া নিজেদের বেডরুম সিক্রেট এরমভাবে সকলের সামনে কেন বললেন ভেবে। তবে আপনি যেমনটা মনে করছেন ঠিক তেমনটা নয়। ঐশ্বরিয়া ব্যাখ্যা করে এও বলেছেন যে অভিষেক বচ্চন যখন রেগে যান তখন তাকে শান্ত করা খুব একটা সহজ হয় না। তাই অভিষেককে বোঝাতে সারারাত লেগে যায় ঐশ্বরিয়ার। এই কারণেই অভিষেক বচ্চনের কারণে রাতে ঠিক করে ঘুমোতে পারেন না ঐশ্বরিয়া।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside