চার পায়ে হেঁটে বেড়াচ্ছে বেবি ডাইনোসর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়
চার পায়ে হাঁটছে ইয়া বড় বেবি ডাইনোসর। বেবি হলেও সে আয়তনে বিশাল কিছু। ফ্লোরিডার রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সে। এমনিতেই ফ্লোরিডায় অ্যালিগেটর দেখা যায় হামেশাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওটি ফ্লোরিডার নাপলসের। আগে ছবি দেখুন।
HUGE FLORIDA GATOR! ?? Yep, this monster is real. Caught on camera during Hurricane #Eta in Naples. Credit: Jeff Jones @WINKNews pic.twitter.com/LGn0Hb19Rd
— Matt Devitt (@MattDevittWINK) November 12, 2020
বিশালাকার কুমির দেখে অবাক হয়েছেন সকলে। চার পায়ে সে হেঁটে চলেছে। তাঁকে দেখতে অনেকটা বেবি ডাইনোসারের মতন। কিন্তু কিছু মানুষ বলছেন এটি ফেক। এটি ক্যামেরার কারসাজি। এই খবর ছড়াতেই উত্তেজনা শুরু হয়। চলুন ভিডিওটি দেখে নিই।
I thought the photos were fake…
This gator in Naples is massive ?
?: Jeff Jones pic.twitter.com/aotOKeNBKU
— Zach Abolverdi (@ZachAbolverdi) November 12, 2020
কিন্তু ভিডিওটি একেবারেই নকল নয়। এই কুমির বা অ্যালিগেটর প্রজাতির প্রাণীটির পা গুলি স্বাভাবিকের থেকে অনেকটা বেশি লম্বা। দেখলে বেবি ডাইনোসর মনেই হতে পারে। যারা ভেবেছিলেন এটা ক্যামেরার কারচুপি তাঁরাও স্বীকার করেছেন যে এটা সত্যি।
That is AMAZING! Scary but amazing! @kait_a_gallaghr is this real?
— Dr. Tanisha M. Williams ? #BlackBotanistsWeek ? (@T_Marie_Wms) November 12, 2020
কুমির সাধারণত শুয়ে শুয়েই চলে কিন্তু এই দৈত্যাকার প্রাণী চার পায়ে হেঁটে চলেছে। একে দেখে অনেকটা বেবি ডাইনোসর মনে হচ্ছে। সম্প্রতি এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।