কলকাতা: এর আগে একের পর এক অনেক নেতাই করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে রাখা হয়েছে।
বেশ কিছু দিন আগেই তার জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করা হয় এর পরেই রিপোর্ট পজিটিভ আসে, এর পরেই তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। আগের তুলনায় তার শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে আগের থেকে একটু সুস্থ হয়েছেন তিনি, তাই তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। এমনিতেই করোনাতে রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, আর তার মধ্যে প্রতি দিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ যা প্রত্যেকের কাছেই যথেষ্ট চিন্তার।