ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

AC in ATM room: এটিএম ঘরে সব সময় কেন এসি চলে? ৯৯% মানুষই কিন্তু সঠিক উত্তরটা জানেন না

অনেকেই ভাবেন, এটিএম রুমে এসি থাকে গ্রাহকদের জন্য

Advertisement

আজকাল আর টাকা তোলার জন্য খুব একটা ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয়না। ATM থেকেই সহজে টাকা তোলা যায়। এই টাকা তোলার পদ্ধতি অনেকটাই সহজ হয়ে গিয়েছে এখন। আগে যেরকম প্রচন্ড কষ্ট করে তারপরে টাকা পাওয়া যেত, সেরোকম আর নেই। কার্ড দিয়ে সহজেই এই কাজটা করে নেওয়া যায়। তবে আপনি অবশ্যই লক্ষ করেছেন, ATM এর ঘরে সবসময়ই বেশ ঠাণ্ডা থাকে। সবসময় এসি চলতে থাকে ATM কাউন্টারে। কিন্তু এটা কেনো? কখনো কি আপনি ভেবে দেখেছেন কেনো ATM রুমে এসি চলে?

আপনারা সকলেই জানেন, যেকোনো ব্যাংক তাদের গ্রাহকদের সাতদিন ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে। এই সমস্ত ব্যাংক থেকে আপনি যেকোনো সময়ে ট্রানজেকশন করতে পারেন। আপনি সহজেই এই ব্যাংকের সার্ভিস গ্রহণ করতে পারেন ATM থেকে। সেখান থেকে আপনি সব সময় টাকা তুলতে পারেন। আর এই জন্যই কিন্তু এই এসি চালানো হয় ATM এর ঘরে। চলুন এটার আসল কারণটা জেনে নেওয়া যাক।

আপনারা সকলেই জানেন এটি একটি মেশিন। এই মেশিনের আসল নাম অটোমেটেড ট্রেলার মেশিন। আপনার হাতে যে ফোনটা আছে সেটা যদি আপনি সবসময় চালান তাহলে সেটা তো গরম হয়ে যাবে। সেরকমভাবে এই মেশিন মাঝেমধ্যেই গরম হয়ে যায়। তখন আবার এই মেশিন বিগড়ে যেতে পারে। তাই যাতে এরকম অবস্থা না হয় এবং মেশিন খারাপ যাতে না হয়ে যায়, তার জন্য এই ATM মেশিনের ঘরে সবসময় এসি চালিয়ে রাখা হয়।

Related Articles

Back to top button