নিউজরাজ্য

নিয়মিত যাত্রীদের জন্য বড় সুখবর, শিয়ালদহ শাখায় চালু হচ্ছে AC EMU লোকাল

নিত্যযাত্রীদের আরামের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল রেল। শুক্রবার থেকেই শিয়ালদহ থেকে উপকণ্ঠের একাধিক রুটে চালু হতে চলেছে নতুন এয়ার-কন্ডিশন্ড লোকাল ট্রেন। শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট, শিয়ালদহ-কৃষ্ণনগর এবং বারাসত-হাসনাবাদ রুটে এই নতুন ট্রেন চালানো হবে। সপ্তাহের প্রতিদিন এই পরিষেবা পাওয়া গেলেও রবিবার তা চালু থাকবে না। অফিসগামী যাত্রীদের ভিড় সামলাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

বাড়ছে যাত্রী চাপ, সমাধানে এগোল রেল

কিছুদিন আগে নতুন মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই কলকাতা ও উপকণ্ঠের যাত্রী চাপ বহুগুণ বেড়ে গিয়েছে। প্রতিদিন শিয়ালদহের উদ্দেশ্যে হাজার হাজার যাত্রী রওনা দেন অফিস কিংবা পড়াশোনার জন্য। সেই বাড়তি চাপ সামলাতে এবার রেলের ভরসা নতুন এসি লোকাল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল ভিড়ের সময়ে আরও আরামদায়ক ট্রেন চালানো হোক। সেই দাবি পূরণ হতে চলেছে এবার।

সময়সূচি বিস্তারিত

নতুন ট্রেনগুলির সময়সূচিও ইতিমধ্যেই প্রকাশ করেছে রেল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
  • রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ লোকাল: সকাল ৭টা ১১ মিনিটে ছাড়বে রানাঘাট থেকে, পৌঁছবে শিয়ালদহ সকাল ৯টা ৩৭ মিনিটে।

  • শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট লোকাল: শিয়ালদহ থেকে বিকেল ৬টা ১৪ মিনিটে ছাড়বে, পৌঁছবে রানাঘাট রাত ৮টা ৪১ মিনিটে।

  • শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল: সকাল ৯টা ৪৮ মিনিটে ছাড়বে শিয়ালদহ থেকে, পৌঁছবে কৃষ্ণনগর দুপুর ১২টা ৭ মিনিটে।

  • কৃষ্ণনগর–শিয়ালদহ লোকাল: দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়বে কৃষ্ণনগর থেকে, পৌঁছবে শিয়ালদহ বিকেল ৩টা ৪০ মিনিটে।

  • বারাসত–হাসনাবাদ লোকাল: দুপুর ১২টা ১৫ মিনিটে ছাড়বে বারাসত থেকে, পৌঁছবে হাসনাবাদ দুপুর ১টা ৩৮ মিনিটে।

  • হাসনাবাদ–বারাসত লোকাল: দুপুর ২টা ৩৩ মিনিটে ছাড়বে হাসনাবাদ থেকে, পৌঁছবে বারাসত বিকেল ৩টা ৫৭ মিনিটে।

অফিসগামী যাত্রীদের বড় স্বস্তি

ভিড় কমানো এবং যাত্রীদের আরামদায়ক যাত্রার ব্যবস্থা করাই মূল লক্ষ্য। রেল সূত্রে খবর, অফিস সময়ে এই এসি লোকাল চলাচল করলে বহু যাত্রী উপকৃত হবেন। দীর্ঘ যাত্রা এবার আরও আরামদায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ভবিষ্যতের পরিকল্পনা

যাত্রীদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে ধাপে ধাপে আরও এসি লোকাল চালানোর পরিকল্পনা রয়েছে। শহর ও উপকণ্ঠের যাত্রী পরিষেবার মান উন্নয়নই এখন রেলের প্রধান লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles