Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Covid 19: করোনা কাড়লো আরও এক প্রাণ, অকালে চলে গেলেন ‘অনুপমা’র ‘মা’!

Updated :  Monday, November 22, 2021 1:01 AM

ফের করোনার থাবা হিন্দি টেলিভিশন জগতে। কোভিড-১৯ কাড়লো আরো এক অভিনেত্রীর প্রাণ। বর্ষীয়ান মারাঠি অভিনেত্রী মাধবী গোগাটে প্রয়াত হলেন ২১ নভেম্বর রবিবার রাতে। জানা যাচ্ছে, কিছুদিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। এবং ভর্তি ছিলেন মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে। কিন্তু রবিবার তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। আর সেদিন রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় মাধবী দেবীর বয়স হয়েছিল ৫৮ বছর।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘অনুপমা’ সহ-অভিনেত্রী আলপনা বুচ ওরফে বা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন মাধবীর না ফেরার দেশে পাড়ি দেওয়ার কথা। একটি ছবি শেয়ার করে আলপনা লিখেছেন, ‘মাধবীজি এটা কিন্তু ঠিক হল না… কোনও দৃশ্য শেষ হওয়ার আগে অভিনেতারা এভাবে ছেড়ে চলে যেতে পারে না। আপনাকে মিস করব অনুপমার সেটে। আপনার মিষ্টি হাসি, মিষ্টি গলার আওয়াজ, আর রসবোধ… মিস করব সব কিছু।’

শোকপ্রকাশ করেছেন ‘অনুপমা’ ধারাবাহিকের। মূল অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও। এই ধারাবাহিকে অনুপমার মায়ের ভূমিকায় অভিনয় করতেন প্রয়াত অভিনেত্রী। নিজের ইনস্টা স্টোরিতে মাধবীর একটা ছবি শেয়ার করে লেখেন ‘অনেক কথা না বলাই রয়ে গেল… আত্মা শান্তি পাক।’ মাধবী ধারাবাহিকে রূপালি গঙ্গোপাধ্যায়ের মায়ের ভূমিকায় অভিনয় করত।

Covid 19: করোনা কাড়লো আরও এক প্রাণ, অকালে চলে গেলেন ‘অনুপমা’র ‘মা’!

যদিও পরে তাঁর জায়গা নিয়েছিলেন সবিতা প্রভুনের। একাধিক সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী। মারাঠি ছবি ‘ঘনচক্কর’ তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দেয়। এছাড়াও ‘সোচা না থা’, ‘অ্যায়সা কাভি সোচা না থা’, ‘কাল ভৈরব রহস্য’, ‘কাহি তো হোগা’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। তাঁর অকালপ্রয়াণে শোকাহত মারাঠি ইন্ড্রাস্টি।