করোনাভাইরাস নিয়ে সারাদেশে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। প্রত্যেক রাজ্য, প্রত্যেক জেলার মানুষ এই মারন ভাইরাস নিয়ে অত্যন্ত চিন্তিত। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু মিছিল। বেড়েই চলেছে সংক্রমণ, এই ভাইরাস নিয়ে বেশ ভয় এর মধ্যেই আছেন সাধারণ মানুষ। হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, নেই কোথাও অক্সিজেন, ওষুধের অবস্থাও তথৈবচ। ভালো করে হচ্ছে না ভ্যাকসিনেশন, সবকিছু নিয়ে করোনাভাইরাস আবহে বেশ সমস্যার মধ্যে ভারত।
তার মধ্যেই কয়েকজন মানুষ নিজেদের সাধ্যমতসাধারণ মানুষের উদ্দেশ্যে নিজের হাত বাড়িয়ে দেবার চেষ্টা করছেন। বুদ্ধিজীবীরা যোগ দিয়েছেন এই কাজে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন সকলে। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন।
এই তালিকায় এবারে নাম লেখালেন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দেব। হাসপাতালের বেড পাইয়ে দেওয়া থেকে শুরু করে লকডাউনে শ্রমিকদের ঘরে ফেরানো সব কিছুতেই তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। তৃণমূল সাংসদদের মধ্যে দেব নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন। এবারে যারা লকডাউন এ বাড়িতে বসে রয়েছেন তাদের জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করলেন অভিনেতা সাংসদ।
নিজের উদ্যোগে তিনি তার অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা অঞ্চলে তার যে অফিস রয়েছে সেটা বর্তমানে আইসোলেশন সেন্টার। এখানে যে কোন করোনা রোগী ভর্তি হতে পারবেন এবং অক্সিজেন পেতে পারবেন। পাশাপাশি থাকবে ওষুধের ব্যবস্থা ও। সাথেই করোনা আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অভিনেতা নিজে। সোশ্যাল মিডিয়াতে খবর শেয়ার করে তিনি জানিয়েছেন যদি কোন ব্যক্তি করোনা আক্রান্ত হন তাহলে কিন্তু যেন তার টিমের সঙ্গে যোগাযোগ করেন।