Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর আগে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ‘কৃষ্ণকলি’র নিখিল, তুমুল ভাইরাল

Updated :  Monday, October 19, 2020 8:45 AM

নীল ভট্টাচার্য ও তাঁর প্রেমিকা তৃণা সাহার সম্পর্কের কথা টেলিভিশন ইন্ডাস্ট্রির কারো অজানা নয়। ‘কৃষ্ণকলি ‘ ধারাবাহিকে শ্যামা ও নিখিলের জুটি নেটিজেনরা খুবই পছন্দ করেন। কিন্তু বাস্তবে নীলের হৃদয়ে বসত করেন তৃণা। সম্প্রতি তৃণা ও নীল নিজেদের পুজো স্পেশাল ফটোশুট করলেন । তাঁরা দুজনেই ইন্সটাগ্রামে তা শেয়ার করলেন। শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। ফটোশুটের পাশাপাশি নীল ও তৃণা একটি ছোট মিউজিক ভিডিও শুট করেছেন। সেখানে ‘বোল না হালকে হালকে’ গানের সাথে ডান্স পারফরম্যান্স করতে দেখা গেছে তাঁদের। তৃণা ছবিগুলি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন যে,তাঁরা কিছু ‘সিলি মোমেন্টস’ ক্যামেরাবন্দি করেছেন। নেটিজেনরা নীল ও তৃণার এই ছবিগুলি দেখে বলেছেন যে,তাঁরা সেরা জুটি। নীল ও তৃণা ফটোশুটের পোশাকের রঙ হিসাবে লাল ও সাদা রঙকে বেছেছিলেন যা পুজোর ইমেজের সাথে অনায়াসেই খাপ খেয়ে যায়।

তৃণা ও নীলের সম্পর্ক বহুদিনের। তাঁদের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে তাঁদের আলাপ হয়। সেই আলাপ পরে গড়ায় বন্ধুত্বে। তারপর সূত্রপাত হয় নীল ও তৃণার ভালোবাসার।

এই মুহুর্তে নীল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ -তে নিখিলের ভূমিকায় অভিনয় করছেন । কিছুদিন আগে জনপ্রিয় সিরিয়াল ‘খোকাবাবু’ বন্ধ হয়েছে। তৃণা এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন। আপাতত তিনি তাঁর মডেলিং-এর কাছে ব্যস্ত। তবে শত ব্যস্ততার মধ্যেও নীল ও তৃণা দুজনেই মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন লং ড্রাইভে।