গত শুক্রবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে একরাত হাজতবাস করতে হয়েছে ‘উত্তরণ’এর অভিনেতা রাজদীপ গুপ্তকে। জানা গেছে, শুক্রবার রাতে ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বন্ধুবান্ধবের সাথে পার্টি করেছিলেন অভিনেতা।
সেই পার্টিতেই সকলের সাথে তিনিও মদ্যপান করেন। সেই অবস্থায় গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। গাড়ি চালিয়ে ফেরার সময় পুলিশ তার রাস্তা আটকায়। বিধি লঙ্ঘন করে অভিনেতা মদ্যপ পাকিস্তানি গাড়ি চালানোয় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে একরাত কাটাতে হয়েছে তাকে। পরের দিন সকালে অর্থাৎ শনিবার সকালে তিনি ছাড়া পান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজদীপ গুপ্ত টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। অভিনয় জগতে অনেক বছর হলো তিনি পা রেখেছেন। টেলিভিশন দিয়ে অভিনয় জীবনের যাত্রা শুরু তার। ধারাবাহিকের পাশাপাশি একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গিয়েছে হইচইয়ের অন্যতম সিরিজ ‘উত্তরণ’।
স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর এক এক করে বেশ অনেকগুলি কাজ করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। হইচইয়ের ‘মিস ম্যাচ’, ‘জাপানি টয়’ তার অভিনীত সিরিজগুলির মধ্যে অন্যতম।