Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২৫ বছরের সম্পর্ক থাকলেও প্রতারিত হয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী, বিবাহিত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Updated :  Sunday, September 4, 2022 10:16 AM

আর কিছুদিনের মধ্যেই তাদের নেটফ্লিক্স শো ফেবুলাস লাইফ অফ বলিউড ওয়াইফের নতুন সিজন নিয়ে আসতে চলেছেন মাহিপ কাপুর, নিলাম কোঠারি, সীমা কিরণ সাজদে, এবং ভাবনা পান্ডে। এই শো মূলত বলিউড তারকাদের স্ত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি করা হয়েছে। এই শোয়ের প্রিমিয়ারের আগেই অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর তার স্বামীর ব্যাপারে প্রকাশ করলেন একটি চমকপ্রদ তথ্য। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে এলেন তিনি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, মাহীপ ও সঞ্জয় কাপড়ের বিয়ের ২৫ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে এবং দুজনের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তবে বিয়ের ২৫ বছর পরে এবারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় খোলাসা করলেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী। রিয়ালিটি শো এর মঞ্চ থেকেই তিনি করলেন এই বড় ঘোষণা। তিনি সরাসরি জানান, বিয়ের প্রথম দিকে তিনি তার স্বামীর কাছ থেকে প্রতারণার শিকার হয়েছিলেন। আসলে সীমা ওই অনুষ্ঠানে মাহিপের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলেন। সেই সময় এই প্রসঙ্গ উঠলে, তিনি নিজের ব্যক্তিগত জীবনের কথা সকলের সামনে বলেন। এছাড়াও ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কিছুদিন আগে জানিয়েছিলেন, এই অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন প্রকাশ করার বিষয়টা তার কাছে অত্যন্ত কঠিন ছিল। তবে, তিনি এই রিয়েলিটি শো এর মধ্য দিয়ে একেবারে সত্যির দিকটা দেখানোর চেষ্টা করেছেন। পাশাপাশি, তিনি এও জানিয়েছেন এই ঘটনার কথা শুনে হয়তো মহিলারা বুঝতে পারবেন, যতটা ভালো সব কিছু মনে হয় ততটা ভালো আদতে হয় না।

মহীপ আরো যোগ করেন, যে কোন মানুষের জীবনে নানা ঘটনা প্রবাহ থাকে। জীবন কখনো উপর দিকে যায় আবার কখনো নিচের দিকে নেমে আসে। প্রত্যেক মানুষের জীবনে টালমাটাল অবস্থায় রয়েছে এবং তারকারা এই জীবনের টালমাটাল পরিস্থিতি থেকে উর্ধ্বে কিছু নয়। তাদের জীবনেও সমস্যা থাকে। কিন্তু সব সময় সব সমস্যা খুলে বলা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। সেই একই ব্যাপারটা ছিল সঞ্জয় কাপুর এবং তার স্ত্রীর মধ্যেও।