Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই সুন্দরী মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করবেন বলি অভিনেতা সুনীল শেঠি, রইল ছবি

Updated :  Tuesday, April 5, 2022 8:55 AM

বলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সুনীল শেঠি। একাধিক হিট হিন্দি সিনেমাতে অভিনয় করে লাখ লাখ নেটজনতার মন জয় করে নিয়েছেন তিনি। হিরো অবতারে হোক কি ভিলেন চরিত্রে, তাঁর বিকল্প পাওয়া সত্যিই কঠিন। নিজের কঠোর পরিশ্রম এবং অভিনয়ের প্রতি নিষ্ঠার জন্য সে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে নাম লেখাতে পেরেছেন। তিনি তার ক্যারিয়ারে একাধিক হিট ফিল্মে অভিনয় করে সকলের মনের মানুষ হয়ে উঠেছেন। তবে আজকের এই প্রতিবেদন তারকাকে নিয়ে নয়। বরং আজকের প্রতিবেদনে সুনীল শেঠির ছেলের কথা জানতে পারবেন।

বর্তমানে বলি তারকা সুনীল শেঠিকে খুব একটা বেশি বলি জগতে দেখা যায় না। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বিশেষ কিছু একটা সক্রিয় থাকেন না তিনি। তবে মাঝে মাঝে এত বয়সেও সুপারহট লুক নিয়ে লাইমলাইটে আসেন তিনি। তবে সম্প্রতি এই অভিনেতা নিজের ছেলের জন্য সোশ্যাল মিডিয়ার খবরের শিরোনামে এসেছেন। আসলে এখন ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল সুনীল শেঠির ছেলের প্রেমকাহিনী। সকলেই এই বিষয় নিয়েই মেতে রয়েছে।

এই সুন্দরী মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করবেন বলি অভিনেতা সুনীল শেঠি, রইল ছবি

জানা গেছে, বলিউড তারকা সুনীল শেঠির ছেলে অহন শেঠি, বর্তমানে খুব সুন্দর এক মেয়ের প্রেমে পড়েছেন। মেয়েটির নাম তানিয়া শ্রফ। সোশ্যাল মিডিয়ার গুজব অনুযায়ী, অহন শেঠি নিজের মন দিয়েছেন ওই সুন্দরী মেয়েটিকেই। তবে অন্যদিকে তানিয়াও খুব পছন্দ করেন তারকা পুত্রকে। তবে জানিয়ে রাখা ভাল, অহন ও তানিয়ার প্রেম নতুন কিছু নয়। দীর্ঘ কয়েক বছর ধরে চলছে তাদের প্রেমের সম্পর্ক।

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে চর্চা চলছে যে কবে বলিউড তারকা সুনিল শেঠি, বাড়ির পুত্রবধূ হিসাবে তানিয়াকে ঘরে নিয়ে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য, অহন ও তানিয়ার জুটি বর্তমানে একটি সিনেমাতে কাজ করছেন যার নাম তাদাপ। এরফলে এই জুটির প্রেমের সম্পর্ক আরও জোরদার হয়েছে। পিতা সুনীল শেঠিও ছেলের প্রেম কাহিনী সমন্ধে সব জানেন। এবার কবে এই মিষ্টি জুটির চার হাত এক হবে সেটাই দেখার।