Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aindrila Sharma: ক্যানসারের ধকল শরীরে, অস্ত্রোপচারের পাঁচ মাস পর মায়ের আবদারে নাচলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

Updated :  Tuesday, November 9, 2021 2:47 AM

নতুন বছরের শুরুর দিকেই বিরাট ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার জীবনে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রীর ফুসফুসে টিউমার ধরা পড়ে, পরে জানা যায় তাঁর শরীরে ফিরে এসেছে ক্যানসার। দ্বিতীয় বার ক্যান্সারের খবর পেতেই হাসপাতালের মধ্যে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। গত ছয় মাস ধরে সেই লড়াই চলছে। আর এই লড়াতে রয়েছে অভিনেত্রীর কাছের মানুষেরা। মে মাসে ঐন্দ্রিলার ফুসফুসে বাসা বাঁধা ক্যানসারাস টিউমারটিকে নিখুঁত দক্ষতায় অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে বাদ গিয়েছে অর্ধেক ফুসফুস।

দীর্ঘ পাঁচ মাস পর এখন ঐন্দ্রিলা আগের থেকে একটু ভালো আছেন। অভিনেত্রী মনের জোর বরবারই এক নতুন শিক্ষা দিয়ে যায় সকলকে। যেভাবে তিনি হাসি মুখে ক্যানসারের সাথে লড়াই করে চলেছেন, তা হাজার হাজার ক্যান্সার রোগীর অনুপ্রেরণা তিনি। আর অভিনেত্রীর অনুপ্রেরণা হল তাঁর বাবা, মা, দিদি আর প্রেমিক সব্যসাচী। পর্দার বামাক্ষ্যাপা ওরফে সব্যসাচী একদিকে ধারাবাহিকের শ্যুটিং আর অন্যদিকে ঐন্দ্রিলার খেয়াল রাখছেন। দুজনের প্রেমও নেটপাড়ার কাছে ‘কাপল গোল’। সোমবার সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করলেন ‘জিয়ন কাঠি’র নায়িকা। সবার সঙ্গে ভাগ করে নিলেন নিজের একটি নাচের ভিডিও। 

Aindrila Sharma: ক্যানসারের ধকল শরীরে, অস্ত্রোপচারের পাঁচ মাস পর মায়ের আবদারে নাচলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

মায়ের আবদারেই ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর প্রথম এই নাচ করলেন। নিজের নাচের ভিডিয়োর সাথে দিয়েছেন একটি দীর্ঘ নোট। যাতে উল্লেখ করেছেন,ছোট থেকেই নাচের ভক্ত তিনি। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত‍্যশিল্পী হয়েছেন তিনি। ছোটবেলায় নাচের স্কুলেই সারাদিন কাটত তাঁর। এ জন‍্য অবশ‍্য মায়ের কাছে বকাও খেতে হত। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটা হয়, নাচ করা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। অভিনয়ের জন‍্য এবং মায়ের আবদারেই যেটুকু করতেন। এবারেও তাঁর মা নাচ দেখতে চেয়েছেন ।

Aindrila Sharma: ক্যানসারের ধকল শরীরে, অস্ত্রোপচারের পাঁচ মাস পর মায়ের আবদারে নাচলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

অভিনেত্রী আরো লেখেন, ‘অপারেশন এর পর যখন জ্ঞান ফিরলো ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নাচ করতে পারবোই না। কিন্তু আজ অপারেশন এর ৫ মাস পরে আবারও মা এর আবদারে প্রথমবার নাচ করলাম। যদিও পা এ গ্রিপ কম ,তাই ভালো খারাপ কি হয়েছে জানি না, তবে মনটা খুব ভালো লাগছে ।মনে হলো যেন আবার পুরোনো আমিকে খুঁজে পেলাম’। ঐন্দ্রিলার নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সপ্তর্ষি মৌলিক, প্রত‍্যুষা পালরা। পাশাপাশি অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।