করোনার মধ্যেও লক্ষ্মী আরাধনায় অপরাজিতা আঢ্য

করোনা দমাতে পারেনি ভক্তকে। মা লক্ষ্মীর আরাধনা বন্ধ থাকবে তা কি করে হয়? সেই জন্যেই মাকে মনের মত করে সাজালেন 'রান্নাবান্না' র সঞ্চালিকা অপরাজিতা আঢ্য। কিছুদিন আগেই তাঁর কোভিডের রিপোর্ট…

Avatar

করোনা দমাতে পারেনি ভক্তকে। মা লক্ষ্মীর আরাধনা বন্ধ থাকবে তা কি করে হয়? সেই জন্যেই মাকে মনের মত করে সাজালেন ‘রান্নাবান্না’ র সঞ্চালিকা অপরাজিতা আঢ্য। কিছুদিন আগেই তাঁর কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে। সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন সদা হাস্যময়ী অপরাজিতা।

 

View this post on Instagram

 

আমার মা কে ঠিক সাজাতে পেরেছি

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita) on

হলুদ বসনে মা কে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রতিবছর পুজোয় বিশাল আয়োজন করেন তিনি। এই বছর সমারোহ না করলেও, মায়ের আরাধনা থেকে নিজেকে বঞ্চিত রাখেননি অভিনেত্রী।