মেয়েরা যে সব কিছুই পারে তারই গল্প হল ‘যমুনা ঢাকি’। মেয়েদের অসাধ্য কিছুই নেই, এমনকি ভারী ঢাক তুলে একাই তা বাজিয়ে যেকোনো অনুষ্ঠান মাত করে দিতে পারে, হ্যাঁ যমুনা ঢাকি গল্পটা অনেকটা এরকমই। এই গল্পে যমুনার শাশুরির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। এই ধারাবাহিক এখন টানটান পর্বে চলছে, ঠিক এরই মাঝে করোনা তার থাবা বসিয়ে গল্পের এক চরিত্রকে আপাতত কয়ারেন্টাইনে পাঠিয়ে দিল। তিনি আর কেউ নন, যমুনার শাশুরি দেবযানী চট্টোপাধ্যায়।
যদিও করোনার কোনও উপসর্গ ছিল না তার শরীরে। গত কয়েকদিন ধরেই জ্বর আসায় নিজেই করোনা টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসলে বাড়ির অন্যান্য সদস্যদেরও পরীক্ষা করানো হয়। এখনও পর্যন্ত পাওয়া খবরে, অভিনেত্রী ও তাঁর ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। সমস্ত রকম সতকর্তা মেনেই আইসোলেশনে রয়েছেন টেলি অভিনেত্রী ও তাঁর ছেলে।
ধারাবাহিকের শুটিং চলছে। ঠিক যেমনটা কৃষ্ণকলি সেটে নিখিলকে করতে হয়েছিল। আপাতত বাড়ি থেকেই শুটিং করে পাঠাবেন অভিনেত্রী। সেইভাবেই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়েও কাজ বন্ধ রাখতে চান না অভিনেত্রী। তাই বাড়ি থেকেই চলবে শুটিং। ১৪ দিনের পর্ব শেষ হলে আবার সেটে ফিরতে পারেন দেবযানী চট্টোপাধ্যায়।
সুতরাং আফসোসের কোন জায়াগ রাখবেন না, সন্ধ্যে বেলা যেমন আপনার ঘরে ঝড় ওঠে, ঠিক তেমন করেই আপনার সন্ধ্যার প্রতিটা ক্ষণ কাটবে। করোনা কোন ভাবেই আপনার বিনোদনকে নষ্ট হতে দেবে না।