Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একঘেয়ামি শাড়ি ছেড়ে নতুন রুপে চমকে দিলেন ছোটপর্দার রাণীমা, লুক দেখে উত্তাল নেটবাসী

'রাণী রাসমণি' ধারাবাহিকে রাণীমার চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে বিপুল পরিচিতি পেয়েছেন দিতিপ্রিয়া রায়। এবার ছোটপর্দার এই অভিনেত্রী জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'রুদ্রবীণার অভিশাপ' দিয়েই কামব্যাক করতে চলেছেন পর্দায়। এটি হবে তার…

Avatar

By

‘রাণী রাসমণি’ ধারাবাহিকে রাণীমার চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে বিপুল পরিচিতি পেয়েছেন দিতিপ্রিয়া রায়। এবার ছোটপর্দার এই অভিনেত্রী জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘রুদ্রবীণার অভিশাপ’ দিয়েই কামব্যাক করতে চলেছেন পর্দায়। এটি হবে তার ওয়েব প্ল্যাটফর্মের ডেবিউ সিরিজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’এর টিজার, যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা। চলতি বছরের শেষেই শীতের মরসুমে এই রহস্য রোমাঞ্চে মোরা ওয়েব সিরিজটি আসতে চলেছে।

দর্শকদের চাহিদা মেটাতেই আবারো আলাপ-শ্রুতি ফিরছে হইচই’তে। ‘তানসেনের তানপুরা’র তৃতীয় পর্ব হিসেবেই মুক্তি পাবে এই সিরিজটি। ওয়েব প্লাটফর্মে তাদের প্রত্যাবর্তনের খবরেই খুশি দর্শকরা। তারা এখন থেকেই অপেক্ষা শুরু করে দিয়েছেন তাদের দেখার জন্য। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রুদ্রবীণার অভিশাপ’এর টিলার নতুন রূপে দেখা মিলেছে ছোটপর্দার রাণীমার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত এই টিজার। এই টিজারের শুরুতেই দেখানো হয়েছে আনন্দগড়ের রাজবাড়ী। সেখানেই আংটি বদল করতে দেখা গিয়েছে আলাপ ও শ্রুতিকে। তাদের এই আংটি বদলের অনুষ্ঠানেই নতুন সাজে দিতিপ্রিয়ার দেখা মিলেছে বাঁশি হাতে। আসন্ন এই ওয়েব সিরিজে দিতিপ্রিয়ার নতুন লুক প্রকাশ পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছে নেটিজেনদের পাশাপাশি তার অনুরাগীমহলেও।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘রুদ্রবীণার অভিশাপে’ বিক্রম চ্যাটার্জী, রূপসা চ্যাটার্জীর পাশাপাশি দেখা মিলবে দিতিপ্রিয়া রায়, উষসী রায়, সৌরভ দাসের মতো একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। উল্লেখ্য আসন্ন এই ওয়েব সিরিজে উষসী রায়ের দেখা মিলবে একেবারে রেট্রো লুকে। বড়দিনের উপহার হিসেবেই এই রহস্য-রোমাঞ্চে মোরা ওয়েব সিরিজটি টানটান উত্তেজনা নিয়ে আসতে চলেছে হইচই’তে।

About Author