Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট্ট নেই ‘পটলকুমার’, দেখুন জনপ্রিয় অভিনেত্রীর বেশ কিছু ছবি

Updated :  Friday, December 11, 2020 2:01 PM

একসময় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘পটলকুমার গানওয়ালা’র টানে আপামর বাঙালি দর্শক সন্ধ্যা হলেই বসে পড়তেন টেলিভিশনের সামনে। একটি ছোট শিশুর ‘পটেশ্বরি’ থেকে ‘পটলকুমার’ হয়ে যাওয়া এবং তার বাবাকে খোঁজার চেষ্টা দাগ কেটেছিল আবালবৃদ্ধবনিতার মনে। একসময় সে খুঁজে পেয়েছিল তার বাবা সুজনকুমারকে। অবশেষে ‘পটলকুমার’-এর আসল পরিচয় প্রকাশ পায়। জানা যায় সে ছেলে নয়, সে আসলে একটি মিষ্টি মেয়ে ‘পটেশ্বরি’ যে অজানা শহরে বাবাকে খুঁজতে এসে বিপন্ন বোধ করে ছেলে সেজে ছিল। একসময় বাপ-মেয়ে সুজনকুমার ও পটেশ্বরি একসঙ্গে গেয়ে ওঠে ‘তেরা মুঝসে হ্যায় পেহলে কা নাতা কোঈ’।

‘পটলকুমার’ বা ‘পটেশ্বরি’র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিল ছোট্ট মেয়ে হিয়া। তখন তাঁর বয়স ছিল সাত বছর । সেই একরত্তি হিয়ার বয়স এখন এগারো বছর। এই মুহূর্তে তার একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ‘দুষ্টু’ নামে। এটি হিয়ার ডাকনাম। হিয়া ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ। প্রায়ই সে ইন্সটাগ্রামে নিজের মিষ্টি ছবি পোস্ট করে। 21 শে নভেম্বর ছিল হিয়ার জন্মদিন। সেদিনও সে কিছু গ্ল্যামারাস ছবি ও ভিডিও শেয়ার করেছে ইন্সটাগ্রামে। আপাতত হিয়ার চেহারায় এসেছে বেশ কিছু পরিবর্তন। তার দুধের দাঁত পড়ে গিয়ে উঠেছে নতুন দাঁত। ঢেকে গেছে তার ফোকলাভাব।

এই মুহূর্তে হিয়া অভিনয় করছে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘আলো-ছায়ায়’। দুই তুতো বোনের সম্পর্কই এই ধারাবাহিকের কাহিনীর ভিত্তি। ‘আলো-ছায়া’য় ছোট আলোর ভূমিকায় অভিনয় করছে হিয়া। হিয়ার অভিনীত চরিত্র আলো শান্ত মেয়ে। হিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে।