Ranu Mondal: পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য শ্যুটিংয়ের আগে বাস্তবের রানুর সাথে দেখা করলেন অভিনেত্রী ঈশিকা! মুহূর্তে ভাইরাল
কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের প্লাটফর্ম থেকে সুদূর মুম্বই পাড়ি ছিল তাঁর প্রমাণ। তবে এই জার্নি-টা রূপকথার মতো শোনালেও বাস্তবে কিন্তু রানুর এই মুম্বাই সফর ছিল বেশ কঠিন। এহেন রানুকে এবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়৷ তাঁকে নিয়ে নয় বরং তাঁর লড়াকু জীবন-কহানি নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক৷
রানাঘাট স্টেশন থেকে গানের হাতে খড়ি। একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে ‘তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা।
অবশ্য এই সমস্ত এখন অতীত। অনেকে মনে করেছিলেন রানুকে আর স্টেশন চত্ত্বরে হাত পাততে হবেনা। তবে লকডাউন আর করোনা সব পালটে দিল। ‘ধরাকে সড়া জ্ঞান’ নয়, বরং আকাশকে সাক্ষী মনে করে নিজের খুপড়িতে ফিরতে হল। স্থানীয় কিছু সহৃদয় মানুষ ও ক্লাবের সাহায্যেই এখন কোনোমতে দিন কাটছে তাঁর। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। নতুন সিনেমার নাম হবে ”মিস রানু মারিয়া। বেশ কয়েকটি গান থাকবে এই সিনেমাতে। যে গানগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ। আগামী নভেম্বর থেকেই শুরু হতে পারে শুটিং।
অবশেষে শুরু হতে চলেছে এই সিনেমার কাজ৷। বলিউডে তৈরি হতে চলেছে রানু মণ্ডলেরের বায়োপিক। হৃষীকেশ মণ্ডল পরিচালিত এই ছবিতে রানু চরিত্রে দেখা যাবে সেক্রেড গেমস খ্যাতঅভিনেত্রী ঈশিকা দে’কে। এবার পর্দায় নিখুঁত ভাবে রানুর চরিত্রটি তুলে ধরার পূর্বে বাস্তবের রানুর সঙ্গে দেখা করলেন পর্দার রানু। সম্প্রতি রানুর সঙ্গে দেখা করতে তাঁর রানাঘাটের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। একসঙ্গে দুজনেবগানের অনুশীলন করলেন, রানুকে জড়িয়ে ধরে ছবি তুললেন। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নিমেষে ভাইরাল।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঈশিকা জানান, এই দিন একসঙ্গে গান গেয়েছেন দুজনে। খুব মজা হয়েছে। এই দিন তিনি অনেক কিছু জানতেও পেরেছেন রানুর সম্পর্কে। এর আগে একবার ভিডিও কলে দুজনের কথা হলেও সামনাসামনি সাক্ষাৎ এই প্রথম হয়৷ এমনকি রানু নাকি ইশিকাকে ছাড়তেই চাইছিলেন না। ঈশিকা এই দিন আরো জানান, রানুর চরিত্রে অভিনয় শুরুর আগে নিজেকে তৈরী করার জন্য মনোবিদের পরামর্শ নিয়েছিলেন পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু কমলিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করেন তিনি রানুর সঙ্গে দেখা করার আগে। বন্ধুর পরামর্শ মেনেই একেবারে সাধারন সাজে ঈশিকা রানুর বাড়ি যান। আর তাতেই তাঁকে কাছে টেনে নিয়েছেন রানু।