প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান। এটি একটি আন্তর্জাতিক লেভেলের ক্যাম্পেনিং, যেখানে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে ‘নো মোর’ ক্যাম্পেনিং-এ সরব হন। এই বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত। এরমধ্যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ওপার বাংলার সাড়াজাগানো অভিনেত্রী জয়া। এই বিশেষ মঞ্চে অভিনেত্রী জানান, ‘ঘরের কোণায় গুমরোতে গুমরোতে অত্যাচারে, অবিচারে মৃতপ্রায় নারী। মহামারির মতো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে এই ন্যক্কারজনক ঘটনা। সমাজ এর বিরুদ্ধে মুখ খোলেনি। মেয়েদের কোনও নিরাপত্তা দেয়নি। চলুন অভিনেত্রীর মুখ থেকেই শুনে নিই তাঁর সম্পূর্ণ বক্তব্য।
সাংসারিক বিবাদ হোক বা সামাজিক কলহ, প্রতিদিন মেয়েরা যেভাবে নিপীড়িত হচ্ছে ও যৌন নিপীড়ন সহ্য করছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই এর প্রতিবাদেই আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিমত জানান অভিনেত্রী জয়া। এখানে অভিনেত্রী বলেন, এবার বলার সময় এসেছে, “আর না।”
নারী জীবনকে শক্তিশালী করার উদ্যোগে অভিনেত্রী বলেছেন, “নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।”