Kajal Aggarwal: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন দক্ষিণী স্টার কাজল আগরওয়াল

দক্ষিণী স্টার দক্ষিণেশ্বরে! মা ভবতারিণীর পুজো দিলেন দক্ষিণী আর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল । শুধু তিনি একা নন অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন স্বামী গৌতম কিচলু ও তাঁর গোটা পরিবার। কাজলের ইনস্টাগ্রাম স্টোরিতে…

Avatar

By

দক্ষিণী স্টার দক্ষিণেশ্বরে! মা ভবতারিণীর পুজো দিলেন দক্ষিণী আর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল । শুধু তিনি একা নন অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন স্বামী গৌতম কিচলু ও তাঁর গোটা পরিবার। কাজলের ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল দক্ষিণেশ্বরে পুজো দিতে আসার ঝলক। গঙ্গার সামনে দাঁড়িয়ে পরিবারের সকলের সঙ্গে হাসিমুখে পোজ দিলেন অভিনেত্রী। যেটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “ভোরের আশীর্বাদ”।

Kajal Aggarwal: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন দক্ষিণী স্টার কাজল আগরওয়াল

শুধু অভিনেত্রী নন, তাঁর স্বামী গৌতম কিচলুও মাকে উৎসর্গ করার পর লাল জবার একটি ছবি ইনস্টাগ্রামে সকলের অনুগামীর সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এই ছবির ক্যপাশানে লিখেছেন, ‘মা কালীর চরণে দেওয়া একটি প্রস্ফুটিত জবার থেকে সুন্দর ফুল আর কী হতে পারে। একটা ঐশ্বরিক অনুভূতি।” 

২০০৪ সালে ‘কিউ…হো গয়া না’ দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন কাজল। পরবর্তী সময় দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও আরো অনেক সিনেমাতে অভিনয় করে সাফল্য পান অভিনেত্রী। এর পরে বলিউডেও একাধিক কাজ করেন তিনি। ‘সিংহম’, ‘স্পেশ্যাল ২৬’-এর মতো সফল ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। শোনা
যাচ্ছে, কাজল আগরওয়াল নিজের পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন। প্রসঙ্গত কাজল মূলত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২০-র ৩০ শে অক্টোবর নিজের দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী কাজল আগরওয়াল। ধুমধাম করেই বিয়ে করেন এই লাভ বার্ডস। এরপর মালদ্বীপে বিলাসবহুল মধুচন্দ্রিমা উদযাপন করেন। এখন মন দিয়ে সংসার আর অভিনয় দুই কাজ করছেন কাজল।