Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kangana Ranaut:‘জয় সিয়ারাম’, নতুন সিনেমার নাম ঘোষণা করলেন বলিউডের ক্যুইন

Updated :  Wednesday, September 15, 2021 12:04 PM

এবার সীতার চরিত্রে দেখা পাওয়া যাবে বলিউড ক্যুইনের। হ্যাঁ ঠিক ধরেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতের কথা বলছি। আর এই সুখবর অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমনই ঘোষণা করলেন বলিউড কুইন। তাঁর অভিনীত থালাইভি খুব একটা মন জয় করতে পারেনি সিনেপ্রেমীদের। আইএমডিবি রেটিং ১০ এর মধ্যে মাত্র ৫.৪। সিনেমাহলে এখনও রমরমিয়ে চলছে ঠিকই। তবে সমালোচনাও কম হচ্ছে না সিনেমাটি নিয়ে।

এর মাঝেই ‘সীতা, দ্য ইনকারনেশন’ সিনেমাতে সীতা সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন বলিউড ক্যুইন। আর নিজেই তা ঘোষণা করলেন। কঙ্গনা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সীতার পোস্টার পোস্ট করে লিখলেন, ‘ দেবাবতার সীতা। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্বিত। অসাধারণ প্রতিভাবান একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়েও ভাল লাগছে৷ সীতা-রামের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। জয় সিয়ারাম।’ এরপর অনুগামীরাও অভিনেত্রীর এই নতুন পথচলাতে শুভেচ্ছা জানিয়েছেন।

শুধু বি-টাউন নয়, গোটাদেশ জানে, কঙ্গনা রানাওয়াত নিজেকে একজন হিন্দু-জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন। নেটিজেনদের একটা বড় অংশ মনে করেন, তিনি রাজনৈতিক দিক দিয়ে বিজেপির সমর্থক। তাই কাজেই তাঁর মুখে ‘জয় শ্রী রাম’ কিংবা সস্ত্রীক শ্রীরামচন্দ্রের নাম নেওয়া অস্বাভাবিক কিছু নয়৷ তবে এবার সরাসরি সীতার চরিত্রেই দেখা যাবে কঙ্গনাকে।

এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অলৌকিক দেসাই। সিনেমাটির গল্প লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এক্ষেত্রেও সহায়তা করেছেন অলৌকিক দেসাই। সংলাপ লিখেছেন মনোজ মুন্তাশির। আর এই ছবিটি প্রযোজনা করছে, ‘এ হিউম্যান বিইং’ এর প্রোডাকশন হাউস। ‘সীতা, দ্য ইনকারনেশন সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কানাড়া, মালয়লামে এই ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। ছবির পরিচালক অলৌকিক দেশাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যাঁদের মনে বিশ্বাস আছে তাঁদের সারা বিশ্ব সাহায্য করে। এখনও পর্যন্ত বাস্তবে এই চরিত্রকে নিয়ে সেই রকম কোনও ছবি হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে তিনি খুব খুশি।তিনি নিশ্চিত যে এই ছবির মধ্যে দিয়ে সকলের চিন্তাধারা আর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে’।