টলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Koel Mallick: ‘বাবার সঙ্গে কবির লড়াই’, শৈশবে ফিরে গেলেন অভিনেত্রী কোয়েল! ভাইরাল ভিডিও

Advertisement

কোয়েল মল্লিক ভবানীপুরের মল্লিক বাড়ির কন্যা তথা রঞ্জিত মল্লিকের তনয়া। এখন শুধু মাত্র তিনি স্টারকিড নন। নিজের অভিনয় দক্ষতায় টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বাংলা টেলি ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। কিন্তু পর্দার বাইরে তিনি এক্কেবারে সাধারণ মানুষ। কখনও তিনি কবীরের মা তো কখনও বাবা রঞ্জিত মল্লিকের আদরের মেয়ে তো একজন স্ত্রী। গত বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী। কিন্তু বাবার কাছে এখনও সে ছোট্টটিই রয়েছে।

এই তো মল্লিক বাড়ির পুজো শেষ হয়েছে তবে এখনো অভিনেত্রীর পুজোর ছুটি শেষ হয়নি। তাই তো এই ছুটিতে বাবার সাথে গান, গল্প, আড্ডায় মেতেছেন তিনি আর জমিয়ে উপভোগ করছেন বাবার আদর। বাংলা সংস্কৃতির সঙ্গে এক সময় ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল কবির লড়াই। আগেকার দিনে মানুষ অবসর পেলেই কবির লড়াই শুনতে যেতেন। অবশ্য বড়পর্দাতেও চিত্রনাট্যের অনুষঙ্গে দেখানো হয়েছে কবির লড়াই। এবার কবির লড়াই উঠে এল বাবা, মেয়ের আড্ডার মাধ্যমে।

সম্প্রতি কবীরের মাম্মা নিজের বাবার সঙ্গে কবির লড়াইয়ের একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল। ভিডিয়োটিতে দেখা গেল ‘ভাগ্যিস ডিম পাড়ে হাঁসেরা…’ গানটি বাবার সঙ্গে হাততালি দিয়ে গাইছেন কোয়েল। দুজনেই যে আনন্দ করে গাইছেন, তা তাঁদের হাসি দেখেই বোঝা যাচ্ছে। ক্যপাশানে লিখেছেন, ‘বাবার সঙ্গে কবির লড়াই ‘ আর হ্যাশট্যাগে দুর্গা পুজো ২০২১ ব্যবহার করেছেন কোয়েল। এই অবসর হয়তো পেয়েছিলেন পুজোর কোনো এক দিনে। বাবার সঙ্গে এই একান্ত আড্ডায় ঠিক যেন ছোটবেলার দিনে ফিরে গেলেন অভিনেত্রী কোয়েল। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন বাবা মেয়ের জুটিকে।

উল্লেখ্য, বনেদিয়ানায় মোড়া বাংলার সেরা দুর্গা পুজো গুলোর মধ্যে অন্যতম হল মল্লিক বাড়ির দুর্গা পূজো। গতবার করোনা সংক্রমণের জেরে কড়া বিধিনিষেধের মধ্যেই পুজো সেরেছিলেন মল্লিক পরিবার। কিন্তু এবার পরিস্থিতি আগের থেকে একটু স্থিতিশীল হতেই জমিয়ে পুজো উপভোগ করেছেন অভিনেত্রী। আড্ডা, হুল্লোড়, সন্ধ্যা আরতি আর রাতজাগা, সিদুঁর খেলা এই করেই পুজোর পাঁচদিন কেটেছে অভিনেত্রীর। ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোতে কোয়েলের সাথে ছেলে কবীর, স্বামী নিসপাল সিং রানে, শ্বশুর-শাশুড়ি, বাবা, মা সকলকে নিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button