অফবিটটলিউডবিনোদন

পুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে মল্লিক বাড়ির দরজা, জানাল কোয়েল মল্লিক

Advertisement

সব কিছুর মূলে রয়েছে কোভিড-১৯, তাই এই বছরে কোনরকমে পুজো হবে মল্লিক বাড়িতে। প্রতিবারের মত হই হই করে কোমর বেঁধে নামছেন না মল্লিক পরিবার। কিছুদিন আগেই করোনার প্রকোপ থেকে সেরে উঠলেন কোয়েল নিজে ও তাঁর স্বামী এবং রঞ্জিত মল্লিক স্বয়ং। তাই এই বছর বাড়তি সতর্কতার মধ্যে দিয়েই মায়ের আরাধনা করবেন মল্লিক পরিবার।

এইব্যপারে, কোয়েল তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে রেখেছেন, যেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, এবারে পুজো শুধু পরিবারের সদস্যদের জন্যেই খোলা থাকছে।প্রতিবারের মতন এবারে আর সাধারণ দর্শনার্থীরা মল্লিক বাড়িতে ঢুকে মায়ের দর্শনের সুযোগ পাবেন না।অভিনেত্রী এও লেখেন, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে গেলে আগামী বছর আগের মতোন পুজো দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel) on

প্রতিবছর বেশ জাঁকজমক ভাবেই পুজো সারেন মল্লিক পরিবার। কোয়েলকে মূলত সব অনুষ্ঠানেই দেখা যায়। কখনো তিনি অঞ্জলি দিচ্ছেন তো কখনো প্রসাদ বিতরন করছেন তো কখনো সিঁদুরখেলায় মেতে রয়েছেন। তাই এইসবকিছুই এবারে ঘরোয়া ভাবেই হবে। অভিনেত্রী কোয়েল মল্লিকের কথায়, যদি সাম্নের বছর সব ঠিকঠাক থাকে তবে আগের মত ধূমধাম করেই এই মহোৎসব হবে।

Related Articles

Back to top button