Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে লাল পাড় সাদা শাড়ি, শারদীয়া সাজে অভিনেত্রী কৌশানী

Updated :  Monday, October 19, 2020 6:07 PM

এবার বাঙালির চিরন্তন সাজে সেজে ভাইরাল হলেন অভিনেত্রী কৌশানী। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষ্যে কৌশানী একটি ফটোশুট করেছেন। সেই ছবি তিনি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। কৌশানীর ছবি শেয়ার হতেই কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এই ছবিতে কৌশানী কাশফুলের বনের মাঝে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতেও কিছু কাশফুল রয়েছে। কৌশানীর পরনে লাল পাড় সাদা গরদের শাড়ি ও লাল ব্লাউজ। তার সাথে মানানসই গয়না পরেছেন কৌশানী,খোঁপায় দিয়েছেন ফুলের মালা ও কপালে টিপ। এই ছবিতে কৌশানীকে অপূর্ব সুন্দরী লাগছে। কৌশানী ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন যে,নারী সবচেয়ে সুন্দরী শাড়িতে। কৌশানীর বয়ফ্রেন্ড বনি এই ছবির নিচে কমেন্ট করেছেন যে,কৌশানী সত্যিই সুন্দরী। বনি তাঁর কমেন্টে অনেকগুলি হার্টের ইমোজি যোগ করেছেন। দুর্গাপূজার প্রাক্কালে কৌশানীর এই রূপ স্বাভাবিকভাবেই নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

অভিনেতা বনি ও অভিনেত্রী কৌশানী বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি লকডাউনের সময় বনি ও কৌশানীর পরিবার একসঙ্গেই এক বাড়িতে ছিলেন। সেই সময় কৌশানী বনিকে বিভিন্ন রান্না করে খাইয়েছিলেন। বনি ও কৌশানী দুজনেই তখন ডায়েট মানেননি। বনি ও কৌশানী বেশ কয়েকটি ছবিতে একসাথে অভিনয় করেছেন। টলিটাউনের এই নতুন জুটির রসায়ন বরাবর নেটিজেনদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

করোনা আবহে এই বছর দুর্গাপূজা হচ্ছে করোনা-বিধি মেনে। ফলে অন্যান্য বারের মত এবার কোনো সেলিব্রিটি পুজো উদ্বোধনের ঝুঁকি নিচ্ছেন না। এই বছর পুজোর ফাংশনের অনুমতিও নেই। তাই অধিকাংশ সেলিব্রিটি পুজোয় এই বছর নিজেদের পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। বনি ও কৌশানীও তাঁদের মধ্যে আছেন। এই বছর পুজোয় বাইরে বেরোনোর ঝুঁকি নিতে তাঁরাও রাজি নন।