Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ট্রেনারকে সঙ্গে নিয়ে জুম্বা প্র্যাকটিস কোয়েলের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Friday, September 25, 2020 7:44 PM

​করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু কোয়েল নিজে নন, সপরিবারে আক্রান্ত হয়েছিলেন। সদ্যজাত সন্তানকে নিয়ে ভারী সমস্যার মধ্যে পড়েছিলেন অভিনেত্রী। অবশ্য কোয়েলের ছোট্ট ছেলে সুস্থই ছিল। তবে এখন অভিনেত্রী সুস্থ আছেন, করোনাকে বিদাই জানিয়েছেন মল্লিক পরিবার। আর করোনার প্রকোপ কাটিয়েই জুম্বাতে মনোযোগ দিয়েছেন অভিনেত্রী। কোয়েল এখন জোরকদমে জুম্বার ট্রেনিং নিচ্ছেন । এতে যেমন মনও ভাল থাকে, শরীরও হয় চনমনে ।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel) on

ছেলে একটু বড় হয়েছে তাই এবার ফিটনেসে মন দিলেন অভিনেত্রী। ট্রেনারকে সঙ্গে নিয়েই মেতে উঠেছেন জুম্বা প্র্যাকটিসে। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জুম্বা সেশনের মাঝে একটু মজার স্টেপস।’

কিছুদিন আগে স্বামী নিসপাল সিং রানের ড্রেস পরেই শরীর চর্চায় ডুবে যান অভিনেত্রী। নিজের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ‘বরের ওয়ার্ডরোব থেকে জামা ধার করে প্রায় একবছর বাদে ফিরে এলাম পুরনো রুটিনে ৷ ফের শুরু আমার ফিটনেস রুটিন ৷ নো পেইন, নো গেইন !’