Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

Updated :  Saturday, October 9, 2021 10:16 PM

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। মা আসতে আর বেশি দেরী নেই। মা দুর্গা আসার আগেই মল্লিক বাড়িতে চলে এল আরো এক নতুন সদস্য। এবছর দুর্গাপুজোতে মল্লিক বাড়িত শুধু ঢাকের বাদ্যি নয় এবারে বিয়ের ফুল ফুটেছে মল্লিক বাড়িতে। মায়ের আরাধনার আগেই মল্লিক বাড়িতে সাজোসাজো বর। ৮ই অক্টোবর দ্বিতীয়ার দিন কোয়েলের খুড়তুতো ভাই দেবজয় মল্লিক নিজের মনের মানুষের সাথে গাঁটছাড়া বাঁধলেন।

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

পাত্রী কে? পাত্রী টেলিপাড়ার কেউ না তবে টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রীর প্রিয় নাম। দেবজয়ের মনের মানুষের নাম রূপশ্রী চক্রবর্তী। তিনি পেশায় একজন নিউট্রিশনিস্ট। তিনি অভিনেত্রী না হলেও তাঁর ক্লাইন্টের তালিকায় আছে টলিউডের বহু নামকরা কলাকুশলীরা। দেবজয় হলেন কোয়েলের খড়তুতো ভাই। কোয়েল এখন নিজের সিনেমা বনির প্রচার নিয়ে খুব ব্যস্ত আছেন। যতই তিনি ব্যস্ত থাকুক প্রিয় ভাইয়ের বিয়েতে বাবা-মা ও স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন কোয়েল।

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

বিয়ের দিন টুকটুকে লাল শাড়িতে সেজে ভাইয়ের বিয়েতে পৌঁছেছিলেন কোয়েল। নিজে দাঁড়িয়ে ভাইয়ের বিয়ে দিলেন বড় দিদি কোয়েল। বড় দিদির গুরু দায়িত্ব পালন করলেন অভিনেত্রী৷ দিদির মতো দেবজয় নিজেও একজন অভিনেতা। বর্তমানে জি বাংলায় ‘সর্বজয়া’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। দুষ্টু মনোশিতের চরিত্রে দেখা যাচ্ছে দেবজয়কে। বিয়ের দিন পর্দার মনোশিত ছিলেন গুড বয়।

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

প্রেম নয় বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে হয়েছে রূপশ্রী-দেবজয়ের, আর সেই পাকা দেখা নাকি বহু বছর আগেই সারা ছিল। রূপশ্রী কলেজে পড়বার সময় থেকেই দেবজয়কে জামাই হিসাবে পছন্দ করে রেখেছিলেন রূপশ্রীর বাবা-মা। সাত বছর ধরে একে অপরকে চেনেন দুজনে। প্রথমে বন্ধু থেকে এখন গাঢ় প্রেমের সম্পর্কে আবদ্ধ হন রূপশ্রী-দেবজয়। আর গত শুক্রবার পরিণতি পেল এই প্রেম।

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

বিয়েতে লাল টুকটুকে বেনারসিতে সুন্দর করে সেজেছিলেন রূপশ্রী, গা ভর্তি ছিল সোনার গয়না। একদম ট্রাডিশ্যানাল বাঙালি কনের সাজেই ধরা দিলেন মল্লিক বাড়ির নতুন বউমা। মল্লিক বাড়ির বিয়েতে তারকা সমাবেশ কম ছিল না। কোভিডবিধি মেনেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

অভিনেত্রী রূপসা আবার নতুন কনের সাথে একটি মিষ্টি সেলফি তোলেন। 

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

এদিন নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা রায়। এদিন সহ অভিনেতার বিয়েতে সর্বজয়ার গোটা টিমও হাজির ছিল। পৌঁছেছিলেন স্বয়ং দেবশ্রী ও।

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

১০ অক্টোবর চারু মার্কেটে মল্লিক বাড়িতে বসবে বৌভাতের আসর। শুধু ‘সর্বজয়া’ নয়, এর আগে দেবজয় প্রথমা কাদম্বিনী, সরস্বতীর প্রেম, চিরদিনই আমি য়ে তোমার, সীমানা পেরিয়ে’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজয়।

ভারতবার্তা পরিবারের পক্ষ থেকে দেবজয় এবং রূপশ্রী চক্রবর্তীর নতুন জীবনের অনেকে শুভেচ্ছা