ইদানিং মধুমিতা সরকারকে প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোশাকে ফটোশুট করতে। তাঁর ছবিগুলি ভাইরালও হচ্ছে। সম্প্রতি তাঁকে দেখা গেল হলুদ সিকুইন বসানো শিফন শাড়িতে। তার সঙ্গে মানানসই করে মধুমিতা গলায় পরেছেন কুন্দনের চোকার এবং হাতে কুন্দনের বালা। এই সাজে মধুমিতার দুটি ছবি ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ছবিতে মধুমিতা বসে রয়েছেন পদ্মাসনে। অপর একটি ছবিতে তাঁর মুখে মোহময়ী অথচ স্বতঃস্ফূর্ত হাসি। ফটোর নিচে দেওয়া ক্যাপশন অনুযায়ী মধুমিতার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এর আগে মধুমিতা বেশ কিছু গাউন ও কালো শাড়ি পরে ফটোশুট করেছিলেন। এর মধ্যে কয়েকটি ফটো ছিল সিডাকটিভ স্টাইলে। সেগুলিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
মধুমিতা সরকার শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কিন্তু সেইসময় তিনি কারো নজরে না পারলেও সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন ‘ সিরিয়ালটি তাঁকে পরিচিতি এনে দেয়। এই সিরিয়ালে তিনি অতীব রক্ষণশীল অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কেয়ার করি না’র মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘কেয়ার করি না’ সিরিয়ালটি জেনারেশন নেক্সট-কে আকর্ষণ করেছিল কারণ এর কাহিনী ছিল কলেজকে ঘিরে। এরপর মধুমিতা অভিনয় করেন ‘কুসুমদোলা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল ইমন। এই ধারাবাহিকটি দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করে। মধুমিতাকে সবাই ইমন নামেই চিনতে শুরু করেন। সম্প্রতি রিলিজ করে তাঁর প্রথম ফিল্ম ‘লাভ আজ কাল পরশু’। এই মুহূর্তে টলি টাউনের নতুন মুখের সারির মধ্যে সেরা বাজি মধুমিতা।
‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে অভিনেতা সৌরভের সম্পর্ক তৈরী হয়। পরবর্তীকালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সম্প্রতি তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের পর আপাতত দুজনেই তাঁদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।