Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টলিউডের কোন অভিনেতাকে নিজের সারাজীবনের বন্ধু মনে করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

Updated :  Saturday, August 14, 2021 6:05 PM

কথায় আছে, ইন্ড্রাস্টির কেউ কারোর ভালো বন্ধু হতে পারেনা। যদিও হয় তাও নাকি বেশিদিন স্থায়ী থাকেনা। টলিপাড়ায় এই সময় অনবরত চলছে একের পর এক বৈবাহিক সম্পর্ক ভাঙা, শুধু কি বিয়ে বিশ্বাস ভাঙার খেলাও চলছে। ইন্ড্রাস্টিতে টিকে থাকার লড়াই জমে উঠেছে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসল বন্ধু খুঁজে পান তাহলে? এখন অনেকে শুধু বন্ধুত্ব করে নিজেদের স্বার্থের জন্য।

এখন বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছে টেক অ্যান্ড গিভেনের। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টলিউডের প্রথম সারির নায়িকা খুঁজে পেলেন সারা জীবনের বন্ধু খুঁজে পেলেন৷ ইনি আর কেউ নন মিমি চক্রবর্তীর কথা বলছি। আর সেই বন্ধুর সাথে সকলের পরিচয় করালেন অভিনেত্রী। বর্তমান সময়ে আসল বন্ধু খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন কাজ। কারণ সকলেই তো মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হল তিনি কাকে খুঁজে পেলেন।

টেলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়কে নিজের সারাজীবনের বন্ধু হিসেবে পরিচয় করালেন। অনিন্দ্যর সঙ্গে দারুন বন্ধুত্ব মিমির। এদের বন্ধুত্বের এক কমন জায়গা হল সারমেয়। দুজনের সারমেয়’র প্রতি কত ভালোবাসা আছে তা সকলেই জানেন। কিছু মাস আগেই অভিনেত্রী নিজের বড় ছেলে চিকুকে হারান। চিকুর মৃত্যুর পর জীবনের অত্যন্ত খারাপ সময় কাটিয়েছেন অভিনেত্রী। এইসময় মিমির পাশে ছিলেন অনিন্দ্য। কাজের পর যতটা সময় পেয়েছেন সেই সময়টা পুরোটাই মিমির পাশে থাকার চেষ্টা করেছেন।

টলিউডের কোন অভিনেতাকে নিজের সারাজীবনের বন্ধু মনে করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

আর খারাপ সময়ে আসল বন্ধুর কদর বোঝা যায়। তেমনি মিমিও বুঝতে পেরেছিলেন। তাই অভিনেত্রী এখন জানেন, তাঁর জীবনে যত খারাপ সময় আসুক তিনি ঠিক অনিন্দ্যকে নিজের পাশে পাবেন। অনেকে এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করবে। তবে এরা প্রেমিক প্রেমিকা নন। বরং আনন্দ ও দুঃখের প্রকৃত বন্ধু। আর বন্ধু হিসেবে একে অপরকে বিশ্বাস করেন বলেন তাঁরা নিজেদের সারা জীবন বন্ধু থাকার দাবিও করেছেন প্রকাশ্যে।

টলিউডের কোন অভিনেতাকে নিজের সারাজীবনের বন্ধু মনে করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে যে কোলাকুলির ছবি শেয়ার করেছেন তা তাঁদের আসন্ন সিনেমার মহরতের। পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর এই বিশেষ দিনের মিষ্টি ছবি পোস্ট করে অনিন্দ্য এবং মিমি তাদের দুজনের বন্ধুত্বের কথা জানান। উল্লেখ্য, কিছুদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছিল নুসরত জাহান এর সঙ্গে মিমির বন্ধুত্বে ফাটল ধরেছে। তবে বেশ সেই গুজব উড়িয়ে মিমি নুসরত বুঝিয়ে দিয়েছেন তারা এখনো একে অপরের বোনুয়া হয়ে আছেন। এছাড়া পার্নো মিত্র অভিনেত্রীর খুব ভালো বন্ধু।

টলিউডের কোন অভিনেতাকে নিজের সারাজীবনের বন্ধু মনে করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী