মিমি চক্রবর্তী। ১১ বছর আগে জলপাইগুড়ি থেকে অভিনয় করার জন্য বাড়ি থেকে মিথ্যে বলে কলকাতায় পালিয়ে আসা। তারপর দীর্ঘদিন মিমি স্ট্রাগেল করার পর আজ সফল অভিনেত্রী হয়েছেন। প্রথমে মডেলিং, তারপর ধারাবাহিক এরপর সিনেমাতে অভিনয় করে আজকের সকলের চেনা হয়ে উঠেছেন অভিনেত্রী। এখন টলিপাড়ার প্রথম শ্রেণীর অভিনেত্রী হয়ে উঠেছেন মিমি। সাথে রাজনীতির ময়দানে পা রেখেছেন। এখন যাদবপুরের সাংসদ তিনি। এখন হাজার স্ট্রাগেল পেরিয়ে একজন সফল নারী।
কাজের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। সাংসদ আর নামী অভিনেত্রী হয়েও এক্কেবারে অহংকার নেই অভিনেত্রীর। গ্রাম বাংলার পরিবেশে গিয়ে গ্রামের সরল ছেলে মেয়েদের সঙ্গে খেলায় মেতে উঠলেন গ্ল্যামারাস মিমি চক্রবর্তী। গ্রামের অতিপরিচিত আর প্রিয় খেলা হল গাছ থেকে দড়ি ঝুলিয়ে তাতে গাড়ির টায়ার বাঁধা রয়েছে। এবার সেই পুরাতন স্মৃতি তাজা করতে মিমিও টায়ারে বসে সেই খেলায় যোগ দিলেন। টায়ারে বসে শক্ত করে দড়ি ধরে রয়েছেন নায়িকা। আর হাসি মুখে সেই টায়ারে বসে দোল দোল খেলছেন মিমি।
আসলে কাজের চাপে পুরোনো শৈশব ভুলতে বসেছিলেন। তবে সুযোগ পেতেই তা সদ্ব্যবহার করলেন অভিনেত্রী। আর নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মন ভাল করা ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার অন্তরের শিশু মনের এখনও বয়স বাড়েনি, এটা বলতেই খুব ভাললাগছে। আপনি আমাকে চিনলে এটা খুব ভাল করেই জানেন।’ এই মুহূর্তে অভিনেত্রী নিজের নতুন ছবির শ্যুটিংয়ের জন্য দিন কয়েক শান্তিনিকেতনে আছেন অভিনেত্রী। আর সেখানে তিনি নস্টালজিক হয়ে পড়েছেন। সেখান থেকেই একের পর এক ছবি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে উঠে এসেছে। আর অভিনেত্রীর এই সারল্যতা দেখে অনেকেই প্রশংসা করেছেন।
অরিন্দম শীলের আসন্ন ছবি ‘খেলা যখন’ এ অভিনয় করছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী আর তাঁর বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। পুরোনো নস্টালজিয়া উস্কে এই ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন আর মিমি। ফের পর্দায় একসঙ্গে দেখা ‘গানের ওপারে’ জুটির। এর আগে অবশ্য ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর মতো ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। কিছুদিন আগে ওড়িশায় শেষ হয়েছে এই ছবির আউটডোর শ্যুটিং।