Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: সারা বছর বিকিনি লুকে নজর কেড়েছেন ‘ঝুমা বৌদি’, রইল ছবি

Updated :  Tuesday, January 18, 2022 7:30 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলাতেও কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন তিনি। অভিনয় সুত্রেই আলাপ তাদের। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এবং পরে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের মধ্যকার ভালোবাসার গদগদ সম্পর্কের ঝালক পাওয়া যায় তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। তার বোল্ড লুক রীতিমতো উষ্ণতা ছড়ায় নেটিজেনদের মাঝে। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত নিজের ফিগার মেনটেন করে চলেছেন তিনি।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন ধরনের বিকিনি লুকে ধরা দেন নেটিজেনদের সামনে। সুইমিং পুলের ধারে হোক কিংবা মালদ্বীপে তার বিকিনি লুক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটিজেনদের মাঝে। রাতের ঘুম উড়ে গেছে তার একাধিক পুরুষ ভক্তদের। অভিনেত্রী প্রায়ই নেটমাধ্যমের পাতায় এমন লাস্যময়ী রূপে ধরা দেন। উল্লেখ্য, বিকিনিতে তিনি একাধিক ফটোশুটও করেছেন, যার ঝলক মেলে সোশ্যাল মিডিয়াতেই।

নিজের বোল্ড লুকের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে সেইসমস্ত বিষয়কে অভিনেত্রী সেভাবে পাত্তা দেন না। কারণ শুরুর সময় থেকেই অনেক স্ট্রাগলের পর তিনি আজকের এই জায়গায় এসে পৌঁছেছেন। সুতরাং যেকোন ধরনের ট্রোলিং কিংবা গসিপ তার কাছে তুচ্ছ। তিনি ঠিক যেভাবে নিজের ব্যক্তিগত জীবনটা কাটাতে চান, ঠিক সেভাবেই কাটাবেন, তা তিনি নিজের হাবে ভাবেই বুঝিয়ে দেন।