Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুসলিম হয়ে মহালয়ায় মা দুর্গা সেজেছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী নুসরাত জাহান

Updated :  Thursday, September 17, 2020 6:42 PM

মহালয়া মানেই দেবিপক্ষের সূচনা আর রেডিওতে সেই মহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠ। কিন্তু দর্শকরা টেলিভিশনেও সময় দেন। রেডিওর পর চালু হয় টেলিভিশনের পর্ব। এবারের মহালয়ায় দুই বান্ধবী সেজে ছিলেন দেবী দুর্গা। মিমি কে দেখা গিয়েছিলো স্টার জলসার পর্দায় অন্যদিকে নুসরাত ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। সব ঠিক আছে, অঘটন ঘটলো অন্য জায়গায়। যেই না নুসরাত দেবী দুর্গা সেজে একটি ভিডিও শেয়ার করেছিলেন, ব্যাস নেটজনতার একাংশ শোরগোল ফেলে দেয়।
একদম হট সিডাক্টিভ লুকে মহালয়া পরিবেশন করেন সাংসদ অভিনেত্রী নুসরাত। এক ঝলক দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps) on

“মা দুর্গাকে তো কখনও এরকম ‘সিডাক্টিভ’ দেখিনি..! ভিডিও পোস্ট করার আগে কি আপনি ঠিক করে দেখেননি?”- এরকমই বেশ কিছু নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছিলো নুসরাতের ইন্সটাগ্রাম পেজ। কেউ কেউ বলেছেন, নুসরাত কেন ইংরেজিতে শুভ মহালয়া লিখেছেন এরকম নানান কমেন্টে পুরপুরি ট্রোল্ড হন অভিনেত্রী।
রইল নুসরাতের সেই নজরকাড়া ভিডিও…………………

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps) on