Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ankush-Oindrila:প্রেমিক নয় বরং অঙ্কুশকে দাদা বলে সম্বোধন করলেন অভিনেত্রি ঐন্দ্রিলা, কিন্তু কেন

Updated :  Wednesday, September 22, 2021 7:07 PM

টলিউডে এঁঁরা পর্দায় এবং বাস্তবে দুই জায়গাতে ম্যাজিক্যাল জুটি হিসেবে বেশি পরিচিত, কিন্তু হঠাৎ বয়ফ্রেন্ড থেকে সোজা দাদা বানিয়ে দিলেন এই অভিনেত্রী? কিন্তু কেন? কথা হচ্ছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বেশ অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে এই বছর শেষে নিজের প্রেমের সেই সম্পর্ককে পরিণতিও দিতে চলেছেন তাঁরা।

বছরের শুরুতে মুক্তি পেয়েছে তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবি ম্যাজিক এবং কাকতালীয়ভাবে এই ছবির নামের মতোই তাদের সম্পর্কের ম্যাজিকাল দশটা বছর কিছুদিন আগেই কাটিয়ে ফেললেন তাঁরা। তাই ম্যাজিকের প্রমোশন ছিল আসলে তাদের দুটো সেলিব্রেশন। তাই এই সেলিব্রেশ্ন করতে মালদ্বীপ পাড়ি দেন। আর সেখান থেকে নানান ছবি দেন। এমনকি সেখানে কোভিড আক্রান্ত হন অভিনেত্রী। তখন অঙ্কুশ ঐন্দ্রিলার খেয়াল রাখেন।

তবে এর মাঝেই বুধবার থেকে প্রেমিক-প্রেমিকা থেকে হঠাৎ সম্পর্কের নাম বদলে দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। সর্বসমক্ষে অঙ্কুশ কে বললেন ‘দাদা’। কিন্তু এর মাঝে হঠাৎ কি হল যে অঙ্কুশকে দাদা বলে বসলেন ঐন্দ্রিলা? বুধবার সকালে অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে একটি ভিডিও পোস্ট করেন অঙ্কুশ। সেই ভিডিয়োতে তিনি বলেন যে বুধবার সন্ধে ঠিক সাতটায় অনলাইনে মুক্তি পাবে অঙ্কুশের আগামী ছবি ”এফ.আই.আর নম্বর ৩৩৯/০৭/০৬”-এর ট্রেলার। তিনি তাঁর ফ্যানদের অনুরোধ করেন যে ট্রেলার কেমন লাগল তাঁদের তা যেন তাঁরা সরাসরি জানান তাঁকে। আর সেই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা লেখেন যে ‘অবশ্যই জানাব দাদা’।

এর থেকেই বোঝাই যাচ্ছে অঙ্কুশের সঙ্গে মজা করেই তাঁকে দাদা সম্বোধন করেছেন অভিনেতা। ঐন্দ্রিলার এই কমেন্টের নীচে অঙ্কুশ ঐন্দ্রিলার একাধিক অনুরাগীরা লিখে বসলেন কেন ঐন্দ্রিলা অঙ্কুশকে দাদা বানিয়ে দিলেন কেন? অনুগামীরাও বেশ মজা পেয়েছেন অভিনেত্রির এই মজার কমেন্ট দেকজে। সত্যি কথা বলতে টলিউডের অন্যতম মজাদার জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা। তাই এমন মজা তারা প্রায়সই করেন আর নিজেদের অনুগামীদের বিনোদন দিয়ে থাকেন। অঙ্কুশ ঐন্দ্রিলার এই খুনসুটি দর্শক ও বেশ পছন্দ করেন।

Ankush-Oindrila:প্রেমিক নয় বরং অঙ্কুশকে দাদা বলে সম্বোধন করলেন অভিনেত্রি ঐন্দ্রিলা, কিন্তু কেন