Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হট ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, মুহূর্তে ছবি ভাইরাল

Updated :  Wednesday, September 23, 2020 1:39 PM

সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দিয়ে ঝড় তুলছেন টলিউডের অভিনেত্রী পায়েল সরকার। ‘প্রেম আমার’, ‘বোঝে না…’-তে তুখোড় অভিনয়ে দর্শকদের মন জিতেছেন পায়েল। করোনা আবহয়ে বেশীরভাগ অভিনেতা অভিনেত্রী লকডাউনে নিজের বাড়িতেই একান্তে কাটিয়েছেন, তাই এর ব্যতিক্রম হয়নি পায়েলের সঙ্গেও। এই লকডাউনেও করিয়ে নিলেন হট এন্ড বোল্ড ফটোশ্যুট। রইল তাঁর কিছু ছবির ঝলক।

হট ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, মুহূর্তে ছবি ভাইরাল

হট ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, মুহূর্তে ছবি ভাইরাল

পায়েল প্রেম করছেন কিনা এই প্রসঙ্গে জিজ্ঞেশ করলে, তিনি এক সাক্ষাৎকারে বলেন, “একেবারেই নেই। আরে যদি কাউকে পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিও-র মতো কাউকে পাচ্ছি না তো।”

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on

পুজো আসছে, আর তার আগেই নিজের হটনেস ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী। নিজেকে ভিন্ন ভিন্ন লুকে ধরা দিয়ে চলেছেন অভিনেত্রী।

হট ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, মুহূর্তে ছবি ভাইরাল