Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বঙ্গ বিজেপিতে এবার পায়েলের আওয়াজ!

Updated :  Thursday, February 25, 2021 5:43 PM

কলকাতা: বঙ্গ বিজেপিতে (BJP) এবার পায়েলের আওয়াজ! ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে রাজ্যে দল বদলের পালা অব্যাহত। রুদ্রনীল ঘোষ (Ruddranil Ghosh) থেকে যশ দাশগুপ্তরা (Yash Dasgupta) যখন বিজেপিতে যোগ দেন, সেই সময় জোড়াফুল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) থেকে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), সায়নী ঘোষরা (Sayani Ghosh)। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়।

‘বামপন্থী’ মনোভাবাপন্ন সায়নী ঘোষ যখন বুধবার তৃণমূলে কংগ্রেসে যোগ দেন, সেই সময় একের পর এক মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। এরপরই সায়নীকে নিয়ে পালটা মুখ খোলেন শ্রীলেখা মিত্র ।যদিও তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে সায়নী এখনও প্রকাশ্য মুখ খোলেননি। তবে তৃণমূলে যোগ দিয়ে ‘বাংলা ঘরের মেয়েকেই চায়’ বলে মন্তব্য করেন সায়নী।

কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর এবার গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।