আসছে প্রথম সন্তান, আবার বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

মা হওয়ার খুশখবর বেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন টলিউডের সুন্দরী পূজা বন্দ্যোপাধ্যায়। সামাজিক বিয়ের আগেই সুখবর দিয়েছেন নায়িকা। কয়েকদিন আগে বেবি শাওয়ারের অনুষ্ঠানেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। ভিন্ন স্টাইলের কেক কেটে সকলকে…

Avatar

মা হওয়ার খুশখবর বেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন টলিউডের সুন্দরী পূজা বন্দ্যোপাধ্যায়। সামাজিক বিয়ের আগেই সুখবর দিয়েছেন নায়িকা। কয়েকদিন আগে বেবি শাওয়ারের অনুষ্ঠানেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। ভিন্ন স্টাইলের কেক কেটে সকলকে নিয়ে জমিয়ে সেলিব্রেট করেছিলেন সেই অনুষ্ঠান। ফ্যানেদের সঙ্গে সেই আনন্দ ভাগ করেও নিয়েছিলেন অভিনেত্রী। এবারেও একই কাজ করলেন পূজা। সেম ড্রেসে ছবি দিলেন অভিনেত্রী। প্রেগনেন্সির আগে ও পরে সেম লুকে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

করোনার জন্য সামাজিক বিয়ে পিছিয়ে গেলেও, খুব শীঘ্রই চার হাত এক করে নেবেন অভিনেত্রী। আগস্টেই অভিনেতা কুণাল বর্মার সঙ্গে এনগেজমেন্ট সেরে নেন অভিনেত্রী, এরপরেই আসে সেই সুখবর।

 

View this post on Instagram

 

A post shared by ??????_?78 (@puja_fanclub) on

বাংলা সিনেমায় বেশ ভালো আসর জমিয়ে বসেছিলেন পূজা। অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্র। ‘চ্যালেঞ্জ টু’, ‘লাভেরিয়া’, ‘রকি’, এবং অনেক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ব্যাস এরপরেই মুম্বাই পারি দেন অভিনেত্রী। দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর তিনিই কুণালকে প্রপোজ করেন। অবশেষে সেই প্রেমিকেরই সন্তানের মা হতে চলেছেন পূজা।

 

View this post on Instagram

 

A post shared by ??????_?78 (@puja_fanclub) on