Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Didi No 1: রিয়্যালিটি শোয়ের মঞ্চেই ক্রিকেট খেললেন ‘লেডি সৌরভ’ অভিনেত্রী রচনা, সঙ্গ দিলেন উমা-আলিয়া

Updated :  Thursday, May 5, 2022 8:22 AM

রচনা ব্যানার্জী টলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তবে বর্তমানে তিনি বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলেন। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা হিসেবে দেখা যায় অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। তাকে ছাড়া ‘দিদি নম্বর ১’এর মঞ্চ অসম্পূর্ণ। এই মঞ্চে বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসেন নিজেদের সাফল্যের গল্প শোনাতে। উপস্থিত থাকেন তারকারাও। তাদের জন্য থাকে নানা ধরনের উপহার।

খুব শীঘ্রই ‘দিদি নম্বর ১’এর মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন জি বাংলার উমা-আলিয়া। আর তাদের সাথেই সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মঞ্চে ক্রিকেট খেললেন স্বয়ং দিদি, রচনা ব্যানার্জী। একেবারে ব্যাট হাতে লেডি সৌরভ অভিনেত্রী। আলিয়ার বলে ছক্কা হাঁকিয়ে শাড়ির আঁচল উড়িয়ে, নিজেই নিজেকে তকমা দিলেন লেডি সৌরভ। শ্রীতামা, শিঞ্জিনীর পাশাপাশি আসন্ন এই ‘দিদি নম্বর ১’এর এপিসোডে উপস্থিত থাকবেন আরো দুই তারকা দিদি। তারা প্রত্যেকেই ছোটপর্দার পরিচিত মুখ। সেই আসন্ন এপিসোডের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে। জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে সেই প্রোমো।

সোশ্যাল মিডিয়ার পাতায় আসন্ন এই এপিসোডের প্রোমো শেয়ার হতে না হতেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই এখন অপেক্ষা করে রয়েছেন এই এপিসোড দেখার জন্য। বিশেষ করে ব্যাট হাতে রচনা ব্যানার্জীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তার ভক্তরাও। পাশাপাশি এক তারকা দিদিকে এদিন কমেন্ট্রি করতেও দেখা গিয়েছে, উইকেট কিপিংও করেছেন একজন। সবমিলিয়ে একেবারে জমে যেতে চলেছে আসন্ন এই এপিসোড। রইল প্রোমো।