Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোলামেলা দৃশ্যে সমস্ত সীমা অতিক্রম করলেন অভিনেত্রী Rajsi Verma, ঝলক দেখে পাগল নেটজনতা

Updated :  Saturday, April 15, 2023 2:31 PM

রাজসি বর্মা নামটা বর্তমান প্রজন্মের কাছে পরিচিত। তিনি হিন্দি টেলিভিশনের পাশাপাশি একাধিক হট, বোল্ড ওয়েব সিরিজে দেখা দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে একাধিক সাহসী দৃশ্যে দেখা গিয়েছে তাকে। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি সমানভাবে সাহসী দৃশ্যে ধরা দেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই সেইসমস্ত ঝলক মিলবে।

একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে দেখা মিলেছে রাজসির। ধারাবাহিকের পাশাপাশি ‘শিখরসুখ’, ‘বায়োলজি টিচার’ ও ‘বেডিং ডবল ধামাকা’র মতো একাধিক ওয়েব সিরিজে বোল্ড লুকে দেখা মিলেছে তার। ২০১৯’এ ‘চামদসুখ’ ও ‘অক্ষরসুখ’ নাম দুটি ছবিতে অভিনয় করে চর্চায় আসেন তিনি। উল্লেখ্য, বেশিরভাগ দর্শক তাকে সরলা ভাবী হিসাবেই সম্মোধন করেন এখনো।

এরপর ২০১৬’তে ‘বেইমান লাভ’ ও ২০১৮’তে বিক্রম ভট্টের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এই সবকটি সিরিজেই একধিক সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের অভিনীত ‘পালাঙ্গ তোর ডবল ধামাকা’য় বোল্ডনেসের সমস্ত সীমা রীতিমতো পার করে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি আবারো সেই সূত্র ধরেই নেটদুনিয়ার পাতায় পুনরায় চর্চিত রাজসি। আবারো সেই সিরিজেরই বেশ কিছু ঝলক উঠে এসেছে চর্চায়।

এই সিরিজে অভিনেত্রী প্রয়োজনের থেকে অতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন। সেকথা মানেন সমগ্র দর্শকমহলও। এই সিরিজে অভিনেত্রীর বোল্ড অবতার রীতিমতো একাংশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আপাতত,‌ সেইসমস্ত ঝলকের সূত্র ধরেই চর্চায় রাজসি।