Reshmi Desai: কেউ বলছেন ‘উরফির মা’, আবার কেউ বলছেন ‘৪০ বছরের মহিলা’, ব্যাপক ট্রোলের মুখে রশ্মি দেশাই

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা…

Avatar

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। প্রায় সবসময়ই তারকারা থাকেন পাপারাজিদের ক্যামেরার নজরে। আর তারকাদের স্টাইল স্টেটমেন্ট বা পোশাক পরার কায়দা নিয়ে তো হামেশাই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন সিরিয়াল অভিনেত্রী তথা প্রাক্তন বিগবস প্রতিযোগী রশ্মি দেশাই। টিভি অভিনেত্রী রশ্মি দেশাইকে শেষ দেখা গিয়েছিল বিগ বস ১৫ এবং তার আগে ১৩ সিজনে। ক্যারিয়ারে অনেক টিভি সিরিয়াল করেছেন তিনি। পুত্রবধূর ভাবমূর্তি তৈরি করার পর এখন তিনি বেবি হয়ে উঠেছেন। তাকে কেবল তার স্টাইলিশ লুকে দেখা যায়। গতকাল রাতে একটি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে তাকে দেখা গেছে। তবে সেই অনুষ্ঠানে রশ্মির পোশাক দেখে বেশ রেগে গিয়েছেন ফ্যানেরা।

আসলে গতকাল ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফাংশনে রেড কার্পেটে রশ্মি দেশাই একটি খুব খোলামেলা পোশাক পরে এসেছিলেন। রেড কার্পেটে বারংবার অভিনেত্রী পোশাকের জন্য অস্বস্তিতে পড়ছিলেন এবং ক্যামেরাতে লেন্সবন্দি হয়েছে অভিনেত্রীর ডিপ ক্লিভেজ পোজ। ফ্যানরা অভিনেত্রীকে এমনভাবে একদমই পছন্দ করে নিয়ে এবং ইন্টারনেট দুনিয়াতে এই নিয়ে ট্রোল শুরু হয়েছে।

বেশিরভাগ নেটিজেন ভাইরাল ছবি দেখে অভিনেত্রীকে, উরফি জাভেদের সাথে তুলনা করেছেন। কেউ বলেছেন, ‘এটাকে ভাই হটনেস নয়, উরফি ২ বলা হয়।’ একজন লিখেছেন- ‘আজকাল আমি প্রতিটি অভিনেত্রীর মধ্যে শুধু উরফি দেখতে পাই।’ একজন লিখেছেন- ‘এই রকম পোশাক পরা মানুষ নিশ্চয়ই ভাবছে আমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু এটা ফালতু লাগে।’ একজন বললো- ‘এখন এই উরফি ফাইট দিতে এসেছে।’ একজন বলল- উরফিকেও পেছনে ফেলে এসেছে একজন বলল – ‘তুমি নিশ্চয়ই তোমার বয়সের দিকে খেয়াল রেখেছ। ৪০ বছর বয়সী মহিলা।’

About Author