Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘শঙ্খ’র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে, রোম্যান্টিক মুডে বাংলা সিরিয়ালের ‘মোহর’

Updated :  Thursday, November 26, 2020 6:49 PM

সম্প্রতি ‘মোহর’ সোনামণি ইন্সটাগ্রামে শেয়ার করলেন নিজের কিছু ফটো। সোনামণি ফটোগুলি শেয়ার করার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ফটোগুলি সোনামণি ‘মোহর’-এর সেটেই তুলেছেন।

ফটোতে সোনামণির পরনে রয়েছে নীল শাড়ি, হালকা গয়না। তাঁর সিল্কি চুল খোলা রেখে কানের পাশে সাদা ফুল দিয়েছেন সোনামণি। তাঁর এই সাজ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে প্রাক্-শীতের কড়া-মিঠে রোদের আমেজ উপভোগ করছেন সোনামণি। তবে শুধুমাত্র শাড়িতেই নয়, ওয়েস্টার্ন আউটফিটেও সমান ভাবে স্বচ্ছন্দ সোনামণি।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’-এ এই মুহূর্তে মোহর ও শঙ্খদীপের বিয়ে নিয়ে চলছে টানটান উত্তেজনা। মোহর এখনও জানে না, তার বিয়ে হয়েছে। সে শঙ্খ-র প্ল‍্যানের ব্যাপারে অবগত নয়। সে এখনও শ্রেষ্ঠাকে শঙ্খ-র হবু বউ মনে করে। মনে কষ্ট হওয়া সত্ত্বেও মোহর শঙ্খ-কে তা বুঝতে না দিয়ে শঙ্খ-র বিয়ের নিমন্ত্রণ গ্রহণ করে। ‘মোহর’ সিরিয়ালে মোহর-এর ভূমিকায় সোনামণির অভিনয় দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে।