Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srabanti Chatterjee: ‘ভালোবাসি…!’ প্রিয় মানুষের জন্মদিন উদযাপনে ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী

Updated :  Saturday, September 25, 2021 3:19 PM

শ্রাবন্তী চ্যাটার্জি! নিজের জীবনে যত চড়াই উৎরাই হোক না কেন নিজের জীবনের প্রিয় মানুষদের সাথে ভালোবাসায় থাকতে ভালোবাসেন। আর প্রিয় মানুষদের জন্মদিন হলে তো কথাই নেই। বিশেষ মানুষদের জন্মদিন বিশেষ ভাবে উদযাপন করতে ভালবাসেন অভিনেত্রী শ্রাবন্তী। শুধু ছেলের জন্মদিন নয়, আশেপাশে সকল কাছের মানুষ অর্থাৎ প্রিয়জনেদের জন্মদিন ঘিরেও নানান পরিকল্পনা থাকে শ্রাবন্তীর। ঠিক যেমন আজ অভিনেত্রীর অন্যতম প্রিয় মানুষের জন্মদিন। তাঁর সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে প্রথমে ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

শ্রাবন্তীর দুই দিদি আছে। আজ শ্রাবন্তীর বড় দিদির জন্মদিন। দিদির সঙ্গে নিজের একটি মিষ্টি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘… আ স্পেশ্যাল কাইন্ড অব ডবল… হ্যাপি বার্থডে দিদি, ভালবাসি…।’ এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন। এবছর শ্রাবন্তীর দিদির জন্মদিন অভিনেত্রীর কাছে একটু বেশিই স্পেশ্যাল। কারণ এবছর চ্যাটার্জি পরিবারে এসেছে নতুন অতিথি। গণেশ চতুর্থীর দিনই মা হয়েছেন শ্রাবন্তীর দিদি। তাঁর পুত্রসন্তানের জন্মের পর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রাবন্তী। মাসি হওয়ার খুশি ভাগ করে নিয়েছিলেন নিকের অনুরাগীদের সঙ্গে।

ভালবাসার সন্ধান তো সকলেই করেন। শ্রাবন্তীও ব্যতিক্রম নন। তাঁর ব্যক্তিগত জীবনে যেমন ভালবাসা এসেছে তেমনই এসেছে বারবার বিচ্ছেদও। অভিনয় কেরিয়ারে অসংখ্য দর্শক তাঁকে ভালবেসেছেন। আবার রাজনীতির ময়দানেও প্রাথমিক ভাবে ভালবাসা পেয়েছেন বলেই দাবি করেছিলেন। ভালবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় বলে মনে করেন অভিনেত্রী। তবে আজ অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙনের পথে। রোশন সিং এর সাথে তাঁর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর এখন সকলেরই জানা। আগের দুটো বিয়ে ও টেকেনি শ্রাবন্তীর।

Srabanti Chatterjee: 'ভালোবাসি…!’ প্রিয় মানুষের জন্মদিন উদযাপনে ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী

হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ২০১৯-এর জুন মাসে গোপনে পঞ্জাবের এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন অভিনেত্রী। প্রথম প্রথম তৃতীয় বরের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ভরা থাকত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। তৃতীয় বিয়ে নিয়ে নানান ভাবে ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। তবে কোনোদিন তা পাত্তা দেননি অভিনেত্রী। গত বছর অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী আর রোশন। মাত্র ১৭ মাস সংসার করেছেন রোশন-শ্রাবন্তী। প্রায় ১ বছর যাবত এক ছাদের তলাতেও একে ওপরের থেকে আলাদা থাকার মাঝে নিজের স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। রোশন এই বিয়ে টিকিয়ে রাখতে চাইলেও এবার কাগজে কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান শ্রাবন্তী।