Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে অভিনেত্রী শুভশ্রী, ফাঁস হল গোপন ভিডিও

Updated :  Friday, January 7, 2022 10:47 PM

নতুন বছরে ফের করোনা টলিউডে জাঁকিয়ে বসেছে। আবারো কোভিড আক্রান্ত পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত মঙ্গলবারই এই দুঃসংবাদ দিয়েছেন টলিপাড়ার তারকাদম্পতি। বছর ঘুরতেই দ্বিতীয়বার কোভিডে ফের জর্জরিত হয়েছেন তাঁরা। আর সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তারকার ঘনিষ্ঠমহল। কারণ, এই তারকার বাড়িতে রয়েছে তাঁদের খুদে ছেলে ইউভান। সে এখন অন্য ঘরে ন্যানির তত্ত্বাবধানেই রয়েছে। ছেলেকে ছেড়ে আইসোলেশন পর্বে দিন কাটছে বাবা মায়ের।

ফের ছেলেকে ছেড়ে কীভাবে দিন কাটাচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়? তবে এবার শুক্রবার স্ত্রীর অজান্তেই একটি ভিডিও ফাঁস করলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রতিটি সন্তানের নিরাপদ আশ্রয় মা। ইউভানের ও নিরাপদ আশ্র‍য় শুভশ্রী। কিন্তু করোনার কোপে দিন কয়েক ফের একরত্তি ইউভানকে ছেড়ে আইসোলেশনে কাটাতে হচ্ছে রাজ-শুভশ্রীকে। ছেলে বৌমাকে ছেড়ে আলাদা ঘরে থাকছেন রাজের মা লীলা চক্রবর্তীও। ইউভানকে ছেড়ে দু’জনে এভাবে কোনও দিন আলাদা পুরোপুরি কাটাননি। তাই মন খারাপ রাজ-শুভশ্রীর দুজনের। তবে সবসময়ে ভিডিও কলে ইউভানের দিকে নজর রাখছেন মাম্মা শুভশ্রী।

মায়ের দায়িত্ব তথা সমস্ত ব্যস্ততা থেকে দূরে কোয়ারেন্টাইন পর্বে কীভাবে দিন কাটছে তাঁর? স্ত্রীয় অজান্তেই আরো এক ভিডিও ফাঁস করলেন রাজ।
এই করোনা পিরিয়ডে নিজের শরীর-মন ঠিক রাখার জন্য নিত্যদিন যোগ ব্যায়াম করছেন শুভশ্রী। তাই এবার রাজের পোস্ট করা ভিডিওতেই দেখা গেল। ঘরে মোমবাতি জ্বেলে সাদা লং সালোয়ার কামিজ পরে স্নিগ্ধ পরিবেশে যোগ-মগ্ন অবস্থায় অভিনেত্রীকে। অপর আর এক ভিডিয়োতে ইউভানের সঙ্গে শুভশ্রীকে কথা বলতে দেখে আবেগে ভাসছেন সকল নেটনাগরিকরা। মা-ছেলের এই কথোপকথন দেখে অনুরাগীর অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। যাতে বেশিদিন মাকে ছেড়ে ইউভানকে থাকতে না হয়।

প্রসঙ্গত, এর আগে পরিচালক রাজের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, ২০২০ সালের আগস্ট মাসে সেই সময় প্রথমবার কোভিডের থাবা বসায় রাজের শরীরে। এরপর অভিনেতার রিপোর্ট নেগেটিভ আসার পরই বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন পরিচালক-প্রযোজক। অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনের সময় রাজের হয়ে ব্যারাকপুরে প্রচার করার সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী। তখনও ছেলেকে ছেড়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। এবার বছর ঘুরতে না ঘুরতেই ফের টলিউড দম্পতির শরীরের ফের থাবা বসাল কোভিড। ডবল ভ্যাকসিন আগেই নিয়েছিলেন। তবে করোনার হাত থেকে নিস্তার পাননি রাজশ্রী।